ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

ক্ষমতায় গেলে দুর্নীতির মূলোৎপাটন করা হবে: তারেক রহমান

২০২৬ জানুয়ারি ২৫ ১৪:০৫:৩১

ক্ষমতায় গেলে দুর্নীতির মূলোৎপাটন করা হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না এমন কঠোর বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থে প্রয়োজন হলে যেকোনো মূল্যে দুর্নীতির মূলোৎপাটন করা হবে।

রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি যে উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনার পরিকল্পনার কথা বলছে, তা বাস্তবায়নের জন্য দুটি মৌলিক বিষয়ের দিকে গুরুত্ব দিতে হবে। এই দুই কারণেই বিগত বছরগুলোতে দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অতীতে বিএনপি সরকার পরিচালনার সময় প্রমাণ করেছে এই দুই ক্ষেত্রেই বিএনপিই সফলভাবে কাজ করতে পারে।

তিনি ব্যাখ্যা করেন, প্রথম বিষয়টি হলো মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। যাতে সাধারণ মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারে, ব্যবসা-বাণিজ্য ও চাকরি করতে পারে। বিএনপি শাসনামলে দলীয় পরিচয় থাকলেও অপরাধীদের ছাড় দেওয়া হয়নি। জনগণের সমর্থন পেলে আগামীতেও কঠোরভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তিনি দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরেন। তারেক রহমান বলেন, বিএনপি অতীতে দেখিয়েছে দুর্নীতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা কেবল বিএনপিরই রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনের চোখে অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। ১৯৯৬ থেকে ২০০১ সালের সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছিল, আর বিএনপি ক্ষমতায় এসে সেই অবস্থা থেকে দেশকে ঘুরে দাঁড় করিয়েছিল এমন দাবি করেন তিনি।

সমাবেশে চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, একটি পরিবর্তনের লক্ষ্য সামনে রেখেই সবাই এখানে একত্রিত হয়েছেন। এই চট্টগ্রাম থেকেই ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই পুণ্যভূমির সঙ্গে তার ও তার পরিবারের গভীর আবেগ জড়িয়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শেষদিকে তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন। দীর্ঘ ১৬ বছর ধরে মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল। সেই অধিকার পুনরুদ্ধারের দাবিতেই ছাত্র-জনতা রাজপথে নেমেছিল।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত