ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

শিক্ষার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব: শিক্ষা উপদেষ্টা

২০২৬ জানুয়ারি ২৪ ১৬:০৭:৩৭

শিক্ষার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের চেয়ারপারসন এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, রাষ্ট্র জনগণের কল্যাণে পরিচালিত হয় এবং দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ সমাজ। নতুন বাংলাদেশ গঠনের প্রেক্ষাপটে তরুণদের চিন্তাভাবনা, আকাঙ্ক্ষা ও অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় তার প্রজন্ম নাগরিক অধিকার হারানোর শঙ্কায় থাকলেও, পরিবর্তনের পথে এগিয়ে এসেছে তরুণ সমাজ।

শনিবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. রফিকুল আবরার বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে তাদের সঙ্গে সরাসরি ও ধারাবাহিক সংলাপ অপরিহার্য। সংবেদনশীল প্রশাসন, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে নীতিনির্ধারণের মাধ্যমে বৈষম্য কমানো সম্ভব।

তিনি আরও বলেন, শিক্ষা শুধু পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি নাগরিকত্ব, মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গঠনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তরুণদের সৃজনশীলতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। শুধু প্রতীকী অংশগ্রহণ নয়, বাস্তব ও কার্যকর সক্রিয়তা নিশ্চিত করতে হবে।

শিক্ষা উপদেষ্টা উল্লেখ করেন, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠ্য শিক্ষার জায়গা নয়। শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত প্রতিভা, আগ্রহ ও মেধার বিকাশের সুযোগ তৈরি করতে হবে। ক্লাব, সংগঠন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের নাগরিক সচেতনতা বৃদ্ধি করে। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহায়ক পরিবেশ ও রিসোর্স মোবিলাইজেশনের ওপর জোর দেওয়া জরুরি।

ড. রফিকুল আবরার বলেন, জাতিগত সংখ্যালঘু, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংবেদনশীল প্রশাসন ও ধারাবাহিক সংলাপ অপরিহার্য। এই উদ্দেশ্যে সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে একাধিক বৈঠকের মাধ্যমে সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সমাজে বৈষম্য ও অসহিষ্ণুতা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, সংস্কৃতি, গান, নাচ কিংবা পরিচয়ের কারণে কাউকে হেয় করা অনুচিত। তরুণদের নিজ অবস্থান থেকে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আসন্ন নির্বাচন ও নতুন বাংলাদেশ গঠনের প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠানগত পরিবর্তনে তরুণদের সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, জাতীয় সংসদসহ রাষ্ট্রীয় কাঠামোয়ও তরুণদের প্রতিনিধিত্ব বাড়ানো উচিত। কারণ, এসব প্রতিষ্ঠান জনগণের করের টাকায় পরিচালিত এবং জনগণই এর প্রকৃত মালিক।

বাংলাদেশ ইউনেসকো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সারভীনা মনির সভার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাসচিব ও বিএনসিইউর সেক্রেটারি জেনারেল রেহানা পারভীন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেসকো বাংলাদেশের হেড অব অফিস সুজান ভাইজ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্বাভাবিক অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত