ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

গোপনীয়তা নীতি:

গোপনীয়তা নীতি – ডুয়া নিউজ

ডুয়া নিউজ-এর ওয়েবসাইট ব্যবহার করার সময় পাঠক, ভিজিটর বা ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। নিম্নোক্ত মাধ্যমে সেবা গ্রহণের সময় যে ব্যক্তিগত তথ্য সংগৃহীত হয়, এই গোপনীয়তার নীতি সেসবের ওপর প্রযোজ্য হবে:

  • ডুয়া নিউজ-এর যেকোনো ওয়েবসাইট

  • সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য যেকোনো ওয়েবসাইটে ডুয়া নিউজ-এর কনটেন্ট

  • মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশন (অ্যাপ)

বিঃদ্রঃ শুধুমাত্র ডুয়া নিউজ-এর তৈরি ওয়েবসাইট ও কনটেন্টে এই নীতি প্রযোজ্য। কোনো নকল ওয়েবসাইট, পেজ বা গ্রুপে প্রচারিত বা ডুয়া নিউজ-এর লোগো-সংবলিত ভুয়া কনটেন্টের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে না।


তথ্য সংগ্রহ ও ব্যবহার

ডুয়া নিউজ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে, যেমন:

  • সেবা প্রদান বা মান উন্নয়নের জন্য

  • নিউজলেটার বা বিজ্ঞাপন প্রেরণ

  • জরিপ, প্রতিযোগিতা বা অন্যান্য ফিচার

সংগৃহীত তথ্যের মধ্যে থাকতে পারে: নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেইল, বয়স, সামাজিক মাধ্যমের তথ্য ইত্যাদি।

ডুয়া নিউজ পাঠকের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল। তথ্য শুধুমাত্র যে উদ্দেশ্যে সংগৃহীত হয়, সেই উদ্দেশ্যেই ব্যবহার করা হবে।


বিশেষ সতর্কতা

দেশে ডুয়া নিউজ নামে কিছু নকল ওয়েবসাইট, ফেসবুক পেজ ও গ্রুপ থাকতে পারে। এগুলোর দায় ডুয়া নিউজ নেবে না।


তথ্য সংগ্রহের সম্মতি

নিম্নোক্ত যেকোনো ক্ষেত্রে ব্যবহারকারী ডুয়া নিউজকে তথ্য সংগ্রহের অনুমতি প্রদান করেছেন বলে ধরে নেওয়া হবে:

  • সাইট বা অ্যাপে নিবন্ধন করলে

  • নিউজলেটার সাবস্ক্রাইব করলে

  • জরিপ বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে

  • সাইট বা পেজে লগইন করলে


তথ্য প্রকাশ

ডুয়া নিউজ গ্রাহকের তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা আদান-প্রদান করে না, শুধুমাত্র সেবা উন্নয়ন, গ্রাহক সম্পৃক্ততা বা অভ্যন্তরীণ বিশ্লেষণের জন্য ব্যবহার করতে পারে।

আইনি বাধ্যবাধকতা থাকলে বা সেবার শর্ত লঙ্ঘন হলে ডুয়া নিউজ তথ্য প্রকাশ বা সরবরাহ করতে পারে।


তথ্য সংরক্ষণ

ব্যবহারকারীর তথ্য শুধুমাত্র অ্যাকাউন্ট কার্যকর থাকা পর্যন্ত সংরক্ষিত থাকবে। অ্যাকাউন্ট বাতিল হলে তথ্য মুছে ফেলা হবে, তবে আইনি কারণে কিছু তথ্য সংরক্ষণ করা হতে পারে।


তৃতীয় পক্ষের বিজ্ঞাপন ও লিংক

ডুয়া নিউজ-এর ওয়েবসাইটে তৃতীয় পক্ষের বিজ্ঞাপন বা লিঙ্ক থাকতে পারে। এগুলোর গোপনীয়তার দায়িত্ব সেই তৃতীয় পক্ষের।


কুকি ব্যবহার

ডুয়া নিউজ কুকি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে না। যদি তৃতীয় পক্ষ কুকি ব্যবহার করে, তার নিয়ন্ত্রণ ডুয়া নিউজের হাতে নেই।


যোগাযোগ ও তথ্য পরিবর্তন

ডুয়া নিউজ ব্যবহারকারীর সঙ্গে ইমেইল, ফোন বা এসএমএসের মাধ্যমে যোগাযোগ করতে পারে। ব্যবহারকারী চাইলে নিচের ঠিকানায় যোগাযোগ করে: [email protected]