ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার

২০২৬ জানুয়ারি ১৯ ১৪:৫৭:২৯

অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিনের আতঙ্ক ও অনিশ্চয়তা কাটিয়ে ধীরে ধীরে প্রত্যাশা পূরণের পথে এগোচ্ছে শেয়ারবাজার। সময়ের সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচনের সময়ও ঘনিয়ে আসছে। রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন তারেক রহমান, যিনি সম্ভাব্য আগামী প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন। তিনি নিজেও শেয়ারবাজার ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে—ক্ষমতায় এলে তার উদ্যোগে পুঁজিবাজারে আবারও সুদিন ফিরতে পারে। এমন প্রত্যাশা থেকেই বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হচ্ছেন, যার প্রতিফলন টানা দুই দিনের লেনদেনে দেখা যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় আগের দিনের মতো আজও (১৯ জানুয়ারি ২০২৬) সূচকের উত্থানের মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ লেনদেনের শুরু থেকেই সূচক ছিল ঊর্ধ্বমুখী। পুরো লেনদেন সময়জুড়ে সূচকের স্বাভাবিক ও ইতিবাচক প্রবণতা বজায় থাকায় দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯১.৬৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৪.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩.৫৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৫.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৬৪.৯৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৬৮টির দর বেড়েছে, ৭২টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৫৯৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৪৭৪ কোটি ৯ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ১৯১ কোটি ৩১ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৭ কোটি ৪৫ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৮টির, কমেছে ৩৭টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১০.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৯৭.৬০ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৮৪.৯৭ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত