ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২
পবিত্র শবেবরাতের তারিখ জানা যাবে আগামীকাল
নিজস্ব প্রতিবেদক: পবিত্র শবেবরাত কবে পালিত হবে—এই প্রশ্নের চূড়ান্ত উত্তর মিলতে যাচ্ছে আগামীকাল। হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের চাঁদ দেখা নিয়ে সিদ্ধান্ত নিতে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এই বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে শবেবরাতের চূড়ান্ত তারিখ।
রোববার (১৮ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাবান মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররমে অবস্থিত তাদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
এদিকে দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখার তথ্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত টেলিফোন নম্বর—০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭—এ জানাতে বলা হয়েছে।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘লাইলাতুল বরাত’ বা শবেবরাত বলা হয়। মুসলিম উম্মাহর কাছে এ রাত অত্যন্ত ফজিলতপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এই রাতের পরই শুরু হয় রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা বহনকারী পবিত্র মাহে রমজানের প্রস্তুতি।
যদি সোমবার সন্ধ্যায় শাবান মাসের চাঁদ দেখা যায়, তাহলে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে ক্ষেত্রে আগামী ২ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।
অন্যদিকে, চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শাবান মাস শুরু হবে বুধবার (২১ জানুয়ারি)। তখন পবিত্র শবেবরাত পালিত হবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে