ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২
পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুখে হাসি
নিজস্ব প্রতিবেদক: সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংককে ঘিরে আমানতকারীদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে ব্যক্তি বা অ-প্রাতিষ্ঠানিক আমানতকারীরা তাঁদের জমাকৃত অর্থের ওপর বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা পাবেন। বুধবার জারি করা এক সার্কুলারের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ব্যক্তি পর্যায়ের মেয়াদি ও বিভিন্ন সঞ্চয় স্কিমের আমানতের বিপরীতে ব্যাংক রেট অনুযায়ী ৪ শতাংশ মুনাফা প্রদান বাধ্যতামূলক হবে। আমানতকারীদের আর্থিক চাপ কমানো এবং নতুন ব্যাংকটির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যেই নিয়ন্ত্রক সংস্থা আগের কঠোর অবস্থান থেকে সরে এসে এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, ‘ব্যাংক রেজোলিউশন স্কিম ২০২৫’-এর আওতায় গত বছর দেশের পাঁচটি সংকটাপন্ন শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক—এই পাঁচটি প্রতিষ্ঠানের সম্পদ ও দায় একত্রিত করে গত ১ ডিসেম্বর রাষ্ট্রায়ত্ত কাঠামোয় ব্যাংকটিকে লাইসেন্স দেওয়া হয়। এর পরিশোধিত মূলধন ধরা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে ২০ হাজার কোটি টাকা সরাসরি সরকার দিয়েছে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছিল, রেজোলিউশন স্কিম কার্যকর রাখতে ২০২৪ ও ২০২৫ সালে আমানতের ওপর কোনো মুনাফা দেওয়া হবে না। পাশাপাশি আমানতের একটি অংশ কেটে রাখার ‘হেয়ারকাট’ পদ্ধতি প্রয়োগের কথাও আলোচনায় ছিল। এই ঘোষণার পরপরই সাধারণ গ্রাহকদের মধ্যে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন শাখায় বিক্ষোভ, এমনকি ভাঙচুরের ঘটনাও ঘটে।
চাপের মুখে পড়ে অনেক শাখা ব্যবস্থাপক নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে অফিস বন্ধ রেখে প্রধান কার্যালয়ে চিঠি পাঠান। বিশেষ করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টঙ্গী ও কুমিল্লার ধোরকারা বাজার শাখার পরিস্থিতি কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আমানতকারীদের সঞ্চিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে এক সপ্তাহের ব্যবধানে আগের সিদ্ধান্ত বাতিল করে নতুন করে মুনাফা প্রদানের ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক।
বাজার সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্ত ব্যাংক খাতের প্রতি সাধারণ মানুষ ও বিনিয়োগকারীদের আস্থা আংশিকভাবে হলেও ফিরিয়ে আনবে। চলমান আর্থিক সংকটে যদি আমানতকারীরা কোনো মুনাফা না পেতেন, তাহলে তার নেতিবাচক প্রভাব পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়তে পারত। ৪ শতাংশ মুনাফার নিশ্চয়তা অন্তত সাধারণ গ্রাহকদের দৈনন্দিন ব্যয় মেটাতে কিছুটা স্বস্তি দেবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল