ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল

২০২৬ জানুয়ারি ২০ ১৭:২৩:৪১

রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল

সরকার ফারাবী: নেমেও শুরুটা ভালো হয়নি সিলেট টাইটান্সের। রংপুর রাইডার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত চাপে পড়ে যায় দলটি। তবে ইংলিশ ব্যাটার স্যাম বিলিংস ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দারুণ জুটিতে ম্যাচে ফেরে সিলেট। শেষ মুহূর্তে উত্তেজনা চরমে উঠলেও এক বলে ছয় রানের কঠিন সমীকরণ ছক্কা হাঁকিয়ে মিলিয়ে দেন ক্রিস ওকস তাতেই নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১১ রান তোলে রংপুর রাইডার্স। জবাবে ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে সিলেট টাইটান্স এবং নিশ্চিত করে কোয়ালিফায়ারের টিকিট।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। তবে বিলিংস ও মিরাজের ৫০ রানের গুরুত্বপূর্ণ জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই দুই ব্যাটার ফিরলেও শেষদিকে মঈন আলি ও ক্রিস ওকস ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করেন। শেষ বলে ওকসের ছক্কায় রংপুরের বিদায় নিশ্চিত হয়।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। কিন্তু টপঅর্ডারের ব্যর্থতায় শুরুতেই বিপর্যয়ে পড়ে দলটি। ২৯ রানেই হারায় ৪ উইকেট ভিড মালান ৪, তাওহীদ হৃদয় ৪, লিটন দাস ১ ও কাইল মেয়ার্স ৮ রানে সাজঘরে ফেরেন।

পঞ্চম উইকেটে খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ কিছুটা প্রতিরোধ গড়েন। ১৯ বলে ৩০ রান করেন খুশদিল, আর রিয়াদ করেন দলের সর্বোচ্চ ৩৩ রান। অধিনায়ক সোহান ২৪ বলে করেন ১৮ রান। শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি পেলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

সিলেটের বোলিংয়ে উজ্জ্বল ছিলেন খালেদ আহমেদ ন ৪ উইকেট। দুটি করে উইকেট শিকার করেন ক্রিস ওকস ও নাসুম আহমেদ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত