ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি: মির্জা ফখরুল

২০২৬ জানুয়ারি ২৫ ১৩:১৮:২৯

বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: রাজনীতিকে ব্যক্তিগত লাভের সিঁড়ি হিসেবে কখনো ব্যবহার করেননি এমন দৃঢ় অবস্থান তুলে ধরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনীতি করতে গিয়ে সম্পদ বাড়েনি; বরং পূর্বপুরুষদের জমিজমা বিক্রি করেই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হয়েছে। জনগণের বিশ্বাসের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করবেন না বলেও অঙ্গীকার করেন তিনি।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের বরুণাগাঁও মাদরাসা মাঠে নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, এলাকাবাসী তাকে ও তার পরিবারকে দীর্ঘদিন ধরে চেনেন। রাজনীতির মাধ্যমে বিত্তশালী হওয়া তাদের লক্ষ্য ছিল না। জনগণের অধিকার ও একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই ছিল তাদের রাজনৈতিক পথচলার মূল উদ্দেশ্য।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, বিএনপির কেউ যদি আওয়ামী লীগের মতো দুর্বৃত্তায়ন বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি কোনো অবস্থাতেই সেই সংস্কৃতি অনুসরণ করবে না।

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানানোর বিরোধিতা করে তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে ধর্মের অপব্যবহার গ্রহণযোগ্য নয়। ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর নির্বাচনে অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছিল।

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার সক্ষমতা রয়েছে। বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য সারের সহজলভ্যতা নিশ্চিত করা হবে, কোনো সংকট থাকবে না। পাশাপাশি নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু এবং যুবকদের কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিএনপি উদারপন্থী গণতন্ত্রে বিশ্বাস করে এবং নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতায় যেতে চায়। শুধু স্লোগান দিয়ে নয়, মানুষের পাশে দাঁড়িয়ে সৎ রাজনীতি করেই ভোটারদের আস্থা অর্জন করতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে তিনি দেশবাসীর দোয়া কামনা করেন। গণসংযোগ কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত