ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

জামায়াত জোটে যুক্ত হলো বাংলাদেশ লেবার পার্টি

২০২৬ জানুয়ারি ২৪ ২২:০৭:১৩

জামায়াত জোটে যুক্ত হলো বাংলাদেশ লেবার পার্টি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে নতুন অন্তর্ভুক্তি ঘটেছে। বাংলাদেশ লেবার পার্টি যোগ দেয়ার ফলে জোটটি পুনরায় ১১ দলীয় হিসেবে গঠিত হলো।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেন, “আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক, আধিপত্যবিরোধী বাংলাদেশ গড়তে চাই। সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই বাংলাদেশ লেবার পার্টি আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। ফলে জোটটি এখন ১১ দলীয়।”

জোটের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে এবং ঐক্য ধরে রাখার লক্ষ্যে আমরা নির্বাচনে একত্রিতভাবে অংশগ্রহণ করছি।”

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান সংবাদ সম্মেলনে বলেন, “ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় একজন সক্রিয় নাগরিক হিসেবে আমি জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়েছি। আমাদের লক্ষ্য দেশের এমন অর্থবহ পরিবর্তন, যা মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ করবে। আমি কোনো স্বার্থ বা লোভনীয় প্রস্তাব গ্রহণ করিনি।”

উল্লেখ্য, আগে এই জোটটি ১১ দলীয় হিসেবে ঘোষণা করার কথা থাকলেও নির্বাচনী আসন সমঝোতার শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেয়। ফলে জোটটি ১০ দলীয় হয়ে পড়েছিল। গতকাল শুক্রবার কক্সবাজারের কুতুবদিয়ায় জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ এই নতুন অন্তর্ভুক্তির ইঙ্গিত দিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে মাওলানা এ টি এম মাছুম বলেন, “বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা স্বাভাবিক। তবে জামায়াতের নাম এলে বিষয়টি ভিন্নভাবে দেখাকে আমরা দূরভিসন্ধিমূলক মনে করি।”

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্বাভাবিক অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত