ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
জুলাই গণবিপ্লব কোনো একক নেতার নয়: মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দেড় দশকের দমন-পীড়ন, গুম-খুন ও স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়ে জুলাই গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, এই ঐতিহাসিক জুলাই বিপ্লবের কোনো একক নেতা ছিল না; বরং আপামর জনসাধারণের ঐক্যবদ্ধ প্রতিরোধেই ফ্যাসিবাদ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী শামীম সাঈদীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, পরিবর্তনকামী বাংলার জনতার ঐক্যই ছিল জুলাই বিপ্লবের মূল শক্তি। আজ যে ঐক্য সৃষ্টি হয়েছে, সেই ঐক্যের স্রোতে সব অপশক্তি ভেসে যাবে ইনশাআল্লাহ। তিনি বলেন, এই ঐক্যের প্রধান ভিত্তি হলো দেশপ্রেম এবং বাংলাদেশ থেকে গুন্ডামি, দুর্বৃত্তপনা ও চাঁদাবাজির রাজনীতি চিরতরে বন্ধ করার অঙ্গীকার।
তিনি অভিযোগ করেন, দুর্বৃত্ত রাজনীতি ও লুটপাটের সংস্কৃতির কারণেই স্বাধীনতার ৫৪ বছর পরও বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে, প্রায় দেড় হাজার মায়ের বুক খালি করে যে বিপ্লব সংঘটিত হয়েছে, সেই বিপ্লবকে ব্যর্থ করতে পরাজিত শক্তিগুলো নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তিনি দাবি করেন।
গণভোট প্রসঙ্গে মামুনুল হক বলেন, জাতীয় রাজনীতিতে দ্বিচারিতা বা মোনাফেকি তিনি দেখতে চান না। প্রকাশ্যে গণভোটের পক্ষে কথা বললেও আড়ালে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালানোকে তিনি অসৎ রাজনীতি হিসেবে আখ্যায়িত করেন। তার ভাষায়, যদি কেউ ‘না’ ভোট দিতে চায়, তাহলে অন্তত প্রকাশ্যে সেই অবস্থান নেওয়ার সৎ সাহস দেখাক। তিনি বলেন, কারা জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং কারা আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়—তা জনগণের সামনে স্পষ্ট হওয়া দরকার।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে আবারও জুলাই আসবে, আবারও বিপ্লব হবে এবং রাজপথে উচ্চারিত হবে ‘ইনকিলাব জিন্দাবাদ’।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি ঘরে ঘরে কোরআনের বার্তা পৌঁছে দিয়ে তরুণ প্রজন্মকে আল-কোরআনের সৈনিক হিসেবে গড়ে তুলেছিলেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনন্য। জুলাই বিপ্লবে ফ্যাসিবাদ পরাজিত হওয়ার পর দেশের মানুষ আজ আত্মবিশ্বাসী এবং যে কোনো বিদেশি আধিপত্যবাদী শক্তি ও তাদের দেশীয় দোসরদের প্রতিহত করতে প্রস্তুত।
নির্বাচনি এই জনসভায় নারীদেরও ছিল সরব উপস্থিতি। সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন হেলাল, পিরোজপুর-১ আসনের প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী, পিরোজপুর জেলা আমির তোফাজ্জল হোসেন ফরিদ এবং পিরোজপুর-৩ আসনের জামায়াত জোটের এনসিপি প্রার্থী শামীম হামিদিসহ জেলা পর্যায়ের নেতাকর্মীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি