ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২
তরুণরা আর পুরোনো রাজনীতিতে আস্থা রাখছে না: জাইমা রহমান
নিজস্ব প্রতিবেদক: একঘেয়ে রাজনৈতিক চর্চা ও সীমাবদ্ধ অংশগ্রহণে বিরক্ত বর্তমান প্রজন্ম এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাঁর ভাষায়, তরুণরা এখন এমন একটি কাঠামো প্রত্যাশা করছে, যেখানে ক্ষমতা নয় মেধা, চিন্তা ও নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।
রোববার (২৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জাইমা রহমান এসব কথা তুলে ধরেন। তিনি জানান, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের অভিজ্ঞতা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।
জাইমা রহমান লেখেন, তরুণদের বক্তব্যে দেশের ভবিষ্যৎ নিয়ে যে স্পষ্ট আশা, স্বপ্ন ও উৎকণ্ঠা উঠে এসেছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একই প্রজন্মের মানুষ হিসেবে তাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গির সঙ্গে নিজের মিল খুঁজে পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
তার মতে, তরুণরা এখন কেবল আনুষ্ঠানিক সম্পৃক্ততায় সন্তুষ্ট নয়। তারা চায় এমন বাস্তব অংশগ্রহণ, যা জবাবদিহিতা, স্বচ্ছতা ও কার্যকর নীতির মাধ্যমে সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। একই ব্যক্তিদের হাতে বারবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ টেকসই নয় বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে জাইমা রহমান আরও বলেন, তার বাবা তারেক রহমান বরাবরই মুক্ত আলোচনা ও নতুন ধারণার আদান-প্রদানকে গুরুত্ব দেন। অনুষ্ঠানে তরুণদের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা অত্যন্ত অর্থবহ ছিল বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে তারেক রহমান তরুণদের দেশপ্রেম ও সৃজনশীলতায় অনুপ্রাণিত হয়েছেন জানিয়ে জাইমা রহমান বলেন, তরুণদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ, যাতে তারা নিজেদের প্রতিভা বিকাশের ক্ষেত্র পায়।
সবশেষে জাইমা রহমান জোর দিয়ে বলেন, সত্যিকারের পরিবর্তন চাইলে প্রান্তিক পর্যায়ের তরুণদের নেতৃত্বে এগিয়ে আসার সুযোগ দিতে হবে। নতুন কণ্ঠ, নতুন শক্তি ও নতুন চিন্তার জন্য জায়গা তৈরি করতে হবে ভবিষ্যতে নয়, এখনই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- পবিত্র শবেবরাতের তারিখ জানা যাবে আগামীকাল
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি