ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান

২০২৬ জানুয়ারি ১৮ ১৪:৫৩:০৮

স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান

সূচকের উত্থানের মধ্য দিয়ে ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শুরু করেছে দেশের শেয়ারবাজার। রোববার (১৮ জানুয়ারি, ২০২৬) লেনদেনের শুরু থেকেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ সূচক ছিল ঊর্ধ্বমুখী। দিনভর সূচকের স্বাভাবিক ও ইতিবাচক গতিধারায় লেনদেন চলায় আড়াই মাস পর সূচক আবারও ৫ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করে। এর প্রভাবে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বৃদ্ধি পায় এবং লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, বিনিয়োগকারীদের মধ্যে বাজার ঘিরে প্রত্যাশাও তত বাড়ছে। অতীতের মতো বড় ধসের আশঙ্কা না থাকায় বিনিয়োগকারীদের আস্থা ধীরে ধীরে ফিরছে। ফলে প্রাণচাঞ্চল্য বাড়ায় তারা পুনরায় সক্রিয়ভাবে লেনদেনে অংশ নিতে শুরু করেছেন, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫.১৮ পয়েন্টে, যা গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ৪ নভেম্বর’২৫ ছিল ৫ হাজার ১৯ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৩.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ০৯.৩৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৬.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৯.১৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৯০টির দর বেড়েছে, ৪২টির দর কমেছে এবং ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৪৭৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৩৭৯ কোটি ৮০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ৯৪ কোটি ২৯ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৮ কোটি ৫৯ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯২টির, কমেছে ৫০টির এবং পরিবর্তন হয়নি ২১টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৪.৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১০৬.৭৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৮.৫৯ পয়েন্ট বেড়েছিল।

‌এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ জানুয়ারি)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৪... বিস্তারিত