ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (২৫ জানুয়ারি)

২০২৬ জানুয়ারি ২৫ ১০:৫৯:০৯


রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (২৫ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় রোববারও (২৫ জানুয়ারি) ব্যস্ত দিন পার করছে রাজনৈতিক অঙ্গন ও সরকারি দপ্তরগুলো। প্রতিদিনের ধারাবাহিকতায় আজও নগরীর বিভিন্ন স্থানে সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের উদ্যোগে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হলো—

বিএনপির কর্মসূচি

সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এনবিআরের কর্মসূচি

দুপুর ১২টায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে ব্রিফ করবেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

ডিএমপির প্রেস ব্রিফিং

দুপুর ১২টা ৩০ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে একটি প্রেস ব্রিফিং করবেন ডিএমপি ডিবি-সাইবার (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। ব্রিফিংয়ে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনে ব্যবহৃত সফটওয়্যার, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ধর্ম উপদেষ্টার কর্মসূচি

দুপুর ২টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

পরিকল্পনা উপদেষ্টার কর্মসূচি

একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে গণমাধ্যমের উদ্দেশে ব্রিফ করবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্বাভাবিক অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত