ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
শিল্পকলায় বিপ্লবের ছবি, ‘জুলাই’ ঘিরে ১০ দিনের প্রদর্শনী
.jpg)
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশের সমসাময়িক ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা ‘জুলাই বিপ্লব’—এই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা লবিতে শুরু হয়েছে এক ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী।
সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় শুরু হওয়া ‘জুলাই বিপ্লব উপজীব্য শিল্পকর্ম প্রদর্শনী-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ।এ সময় উপস্থিত ছিলেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান, চারুকলা বিভাগের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) প্রদ্যোত কুমার দাস, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী এবং গণমাধ্যমকর্মীরা।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই বিপ্লব শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিক ও চিন্তার বিপ্লব। এই বিপ্লবকে শিল্পের ভাষায় প্রকাশ করে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।”
নানা ধারার ২৩৭টি শিল্পকর্ম, শিল্পী ১৩২ জন প্রদর্শনীতে অংশ নিচ্ছেন দেশব্যাপী খ্যাতনামা ও উদীয়মান ১৩২ জন শিল্পী। এতে মোট ২৩৭টি শিল্পকর্ম স্থান পেয়েছে। অংশগ্রহণকারী শিল্পীরা বিভিন্ন ধারা ও মাধ্যমে তাঁদের ভাবনা ও প্রতিবাদ প্রকাশ করেছেন। প্রদর্শনীতে রয়েছে—৫০ জন গ্রাফিতি শিল্পীর ৬৭টি শিল্পকর্ম,২০ জন চারু (পেইন্টিং) শিল্পীর ২৩টি শিল্পকর্ম,১২ জন ভাস্কর্য শিল্পীর ১৬টি শিল্পকর্ম,৩৪ জন সুচিশিল্পীর (সুঁই-সুতো) ৩৪টি কাজ,৩ জন পোস্টার শিল্পীর ১৫টি শিল্পকর্ম,৩ জন কার্টুন শিল্পীর ১১টি চিত্রকর্ম,১০ জন আলোকচিত্রী’র ৭১টি আলোকচিত্র ।
প্রদর্শনীতে তুলে ধরা হয় —জুলাই বিপ্লবের পটভূমি, শহীদদের আত্মত্যাগ, নারীর অংশগ্রহণ, গণআন্দোলন, নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও বিজয়ের অনুপ্রেরণা—সবকিছুই ফুটে উঠেছে রঙ, রেখা, ছাপ, আলোকছায়া, ভাস্কর্য ও সূচিশিল্পের নিপুণ সৃজনে।
প্রদর্শনীটি চলবে ৬ আগস্ট ২০২৫ পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সকলের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে চারুকলার শিক্ষার্থী, তরুণ শিল্পী এবং গবেষকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শিল্পকলা প্রাঙ্গণ।
প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা বলছেন,“এই আয়োজন শুধু একটি শিল্প প্রদর্শনী নয়, বরং একটি ঐতিহাসিক সচেতনতা তৈরির মাধ্যম। শিল্পীরা তাঁদের ক্যানভাসে, ক্যামেরায়, ছেনিতে কিংবা সূচির ফোঁড়ে ফুটিয়ে তুলেছেন একটি জাতির সংগ্রামের প্রতিচ্ছবি।”
বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণে এ ধরনের শিল্পপ্রদর্শনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘জুলাই বিপ্লব’ যে কেবল রাজনৈতিক ইতিহাস নয়, বরং সামগ্রিকভাবে জাতির শিল্প-সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎস—এই বার্তাই শিল্পীরা তাঁদের শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান
- ২২৭ কোটি টাকায় টোটালগাজ কিনে নিল ওমেরা পেট্রোলিয়াম
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত