ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
ইসরায়েলের বিরুদ্ধে ৩ হাজার ৯০০ শিল্পীর বয়কট আন্দোলন
বিনোদনডেস্ক: ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী শিল্পী সমাজ একযোগে বয়কটের ডাক দিয়েছেন। ৮ সেপ্টেম্বর ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন নামের সংগঠনের ব্যানারে শিল্পীরা ঘোষণা দেন—ইসরায়েলি প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত হবেন না তাঁরা।
প্রাথমিকভাবে হলিউডসহ বিশ্বের নানা দেশের প্রায় ১ হাজার ২০০ শিল্পী ও নির্মাতা এই আন্দোলনে যোগ দেন। কয়েক দিনের ব্যবধানে সেই তালিকা আরও দীর্ঘ হয়েছে, এখন পর্যন্ত ৩ হাজার ৯০০-র বেশি শিল্পী ও নির্মাতা ইসরায়েলি সিনেমা বয়কটের অঙ্গীকার করেছেন। তাঁদের মধ্যে আছেন অস্কার, বাফটা, এমি ও কান পুরস্কারজয়ী বহু তারকা।
এই ঘোষণার ফলে জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, তেল আবিব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফেস্টিভ্যাল ও টিএলভি ফেস্টের মতো বড় আয়োজনগুলোতে দেখা যাবে না এসব শিল্পীর কাজ। শিল্পীরা বলেছেন, ইসরায়েলি প্রযোজনা, পরিবেশক প্রতিষ্ঠান ও এজেন্টরা কখনোই ফিলিস্তিনের জনগণের অধিকারকে সমর্থন করেনি, তাই এই বয়কটই হলো ন্যায্য প্রতিরোধ।
তবে শিল্পীদের এমন উদ্যোগের বিরোধিতা করেছে হলিউডের অন্যতম প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স। প্রতিষ্ঠানটির প্রধান যোগাযোগ কর্মকর্তা মেলিসা জুকারম্যান বলেন, “জাতীয়তার ভিত্তিতে শিল্পীদের বয়কট কোনোভাবেই ইতিবাচক ফল বয়ে আনবে না। বরং সারা বিশ্বের শিল্পীদের গল্প বলার স্বাধীনতা থাকা উচিত।”
অন্যদিকে ইসরায়েলি প্রডিউসারস অ্যাসোসিয়েশনও এক বিবৃতিতে দাবি করেছে, এসব শিল্পী ভুল টার্গেট করছেন। তাদের মতে, ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতারা বরাবরই রাষ্ট্রনীতির সমালোচনা করেছেন এবং ফিলিস্তিনি শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন। সংগঠনটির মতে, “এই বয়কট বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সহিংসতা বন্ধের প্রচেষ্টা ব্যাহত করবে।”
শিল্পী ও নির্মাতাদের ঘোষিত এই তালিকায় ইতিমধ্যে যুক্ত হয়েছেন নামকরা পরিচালক ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, মাইক লেই, ডকুমেন্টারি নির্মাতা জোশুয়া ওপেনহাইমার ও আরও অনেকে। অভিনয়শিল্পীদের মধ্যে আছেন এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, মার্ক রাফেলো, টিল্ডা সুইনটন, জেভিয়ের বারডেম, রিজ আহমেদ প্রমুখ। পরে এই তালিকায় যুক্ত হয়েছেন হোয়াকিন ফিনিক্স, অ্যান্ড্রু গারফিল্ড, গাই পিয়ার্স, ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়াসহ আরও অনেকে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম দিনের খেলা শেষ, দেখুন স্কোর
- ভারত বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ :জানুন সময়সূচি-সরাসরি(LIVE) দেখার উপায়
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: বিস্তারিত-যেভাবে দেখবেন LIVE
- শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, দেখুন ফলাফল-LIVE
- ভারত বনাম বাংলাদেশ: শুরুতেই লিড নিল হামজারা, সরাসরি দেখুন এখানে(LIVE)
- চলছে ব্রাজিল বনাম তিউনিসিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ