ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
চলতি মাসেই নতুন দলের নিবন্ধন, অক্টোবরে নির্বাচনী সংলাপ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন এবং অংশীজনদের সঙ্গে নির্বাচনী সংলাপের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২২টি আগ্রহী দলের মধ্যে যোগ্যদের বিষয়ে চলতি মাস (সেপ্টেম্বর) শেষে চূড়ান্ত গেজেট প্রকাশের কথা ভাবছে সংস্থাটি, যার পরপরই অক্টোবরে শুরু হবে নির্বাচনী সংলাপ।
ইসি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২৩ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন দলের নিবন্ধন গেজেট প্রকাশ করা হবে এবং মাসের শেষ সপ্তাহ থেকে অক্টোবরজুড়ে সংলাপ চলবে। নিবন্ধনের জন্য আগ্রহী দলগুলোর মাঠ পর্যায়ের তদন্ত কার্যক্রম ইতিমধ্যেই শেষ হয়েছে এবং বর্তমানে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করছে কমিশন। এরপর নিবন্ধনযোগ্য দলগুলোর বিষয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়া হবে। কোনো আপত্তি থাকলে শুনানি শেষে ইসি তা নিষ্পত্তি করবে এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনী সংলাপ এক থেকে দেড় মাসের মধ্যে কয়েকটি ধাপে শেষ হবে। এই সংলাপে রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ এবং 'আহত জুলাইযোদ্ধা'রা অংশ নেবেন। ৩০ সেপ্টেম্বর বা তার দু-একদিন পর সংলাপ শুরু হতে পারে।
ইসি কর্মকর্তারা আরও জানান, দলগুলোকে সংলাপের সূচি নির্ধারণের ৭ থেকে ১০ দিন আগে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হবে। চিঠিতে কতজন প্রতিনিধি অংশ নেবেন এবং লিখিত মতামত চাওয়া হবে তা উল্লেখ থাকবে। সাপ্তাহিক, পূজা ও অন্যান্য ছুটি বিবেচনায় রেখে অক্টোবর মাসজুড়ে এই সংলাপ চলতে পারে।
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়াই নির্বাচনব্যবস্থা সংস্কারে কমিশনের সুপারিশ ও নিজস্ব প্রস্তাব মিলিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিষয়টি ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন ও পুলিশের রদবদল এবং ইসির ভূমিকা ও কর্তৃত্ব নিয়ে সংলাপে আলোচনা হতে পারে। বর্তমানে দেশে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি, তবে নতুন নিবন্ধিত দলগুলোকেও সংলাপে অন্তর্বর্তী সরকারের সময়ে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে মতামত দিতে বলা হবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, রোডম্যাপ অনুযায়ী এ মাসের শেষ দিকে সংলাপ শুরু হবে এবং ইসি সচিবালয় তা জানিয়ে দেবে। নতুন দলের নিবন্ধনের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, 'আরও চার-পাঁচদিন সময় লাগবে। যাচাই-বাছাই ও পর্যালোচনা চলছে।'
তবে কোন কোন দল নিবন্ধন পেতে যাচ্ছে, সে বিষয়ে ইসি কর্মকর্তারা এখনই কোনো আভাস দিতে নারাজ। তারা জানান, প্রধান নির্বাচন কমিশনার মধ্য সেপ্টেম্বরে কানাডা থেকে ফেরার পর কমিশন সভায় আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রয়োজনে পুনঃতদন্তের সিদ্ধান্তও হতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস