ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
জাতীয় নির্বাচন: ডিসি পদে আসছে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদলের পথে হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে ছয়টি জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন আনা হয়েছে এবং আরও বেশ কয়েকটি জেলায় পরিবর্তন আসবে বলে জানা গেছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, যার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে।
নির্বাচনকালীন সময়ে ডিসিরা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন, বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার ভূমিকা পালন করেন। যদিও আসন্ন নির্বাচনে তাদের এই দায়িত্ব দেওয়া হবে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি, তবে সরকার যোগ্য কর্মকর্তাদের এই পদে নিয়োগ দিতে চাইছে।
গত ২৫ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় ছয়টি জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এর মধ্যে তিনজন নতুন কর্মকর্তা ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন এবং তিনজন ডিসিকে বদলি করা হয়েছে। নতুন ডিসিরা হলেন: পটুয়াখালীর ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, মেহেরপুরের ড. মোহাম্মদ আবদুল ছালাম এবং নেত্রকোণার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
বদলি হওয়া ডিসিদের মধ্যে পটুয়াখালীর আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ায়, কুষ্টিয়ার মো. তৌফিকুর রহমানকে খুলনায় এবং মেহেরপুরের সিফাত মেহনাজকে কুড়িগ্রামে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ডিসি পদে ২৪তম, ২৫তম ও ২৭তম বিসিএসের কর্মকর্তারা দায়িত্বে রয়েছেন। এর মধ্যে ২৪তম বিসিএসের কর্মকর্তাদের প্রত্যাহার করে ২৮তম ও ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে নতুন ডিসি নিয়োগ দেওয়ার কথা ভাবছে মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান জানান, নতুন ডিসি নিয়োগের জন্য 'ফিটলিস্ট' তৈরি করা হচ্ছে এবং দ্রুতই আরও নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, 'যুগ্মসচিব (ডিসি) অনেক আছেন, আমরা নির্বাচনের আগে যুগ্মসচিবদের তুলে আনব। সেই সব জায়গায় রিপ্লেস করতে হবে।'
সিনিয়র সচিব আরও বলেন যে, ডিসি নিয়োগ প্রক্রিয়া একটি সাত সদস্যের জনপ্রশাসন সংক্রান্ত কমিটি এবং পাঁচ সদস্যের ডিসি সিলেকশন কমিটির মাধ্যমে সম্পন্ন হয়। চূড়ান্ত অনুমোদন দেন প্রধান উপদেষ্টা। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ভোটের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কোনো ব্যক্তি বা দলের প্রতি পক্ষপাতিত্ব করলে তাকে প্রত্যাহার করে প্রচলিত আইনের আওতায় এনে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। রিটার্নিং অফিসার কারা হবে তা তফসিল ঘোষণার পর নির্ধারিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি