ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করলো মন্ত্রিপরিষদ বিভাগ
নিজস্ব প্রতিবেদক: ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য গঠিত ‘জনপ্রশাসন বিষয়ক কমিটি’ বাতিল করা হয়েছে।
গতকাল বুধবার (২৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ছয় সদস্যের এই কমিটির সভাপতি ছিলেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সাবেক সিনিয়র সচিব শামসুল আলম গত ২৭ অক্টোবর এক ফেসবুক পোস্টে এই কমিটির ভূমিকার কড়া সমালোচনা করে প্রশ্ন তুলেছিলেন, যেখানে তিনি দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদোন্নতি এবং যোগ্য কর্মকর্তাদের বঞ্চিত করার ক্ষেত্রে কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, রুলস অব বিজনেসের বাইরে গিয়ে গঠিত এই কমিটি "দুবৃত্তায়নকে বৈধতা" দিয়েছে।
বাতিল হওয়া এই কমিটিতে সদস্য হিসেবে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম, মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ছিলেন কমিটির সদস্য সচিব।
গত ৮ জানুয়ারি যুগ্ম-সচিব ও এর ওপরের পদমর্যাদার কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে এই কমিটি গঠন করা হয়েছিল। সময় পরিক্রমায় এর সদস্য সচিব পদে পরিবর্তন আসে এবং সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর কমিটি পুনর্গঠন করা হয়, যেখানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে সদস্য হিসেবে বাদ দেওয়া হয়েছিল।
শামসুল আলম তার পোস্টে আরও উল্লেখ করেন, এখনও ৩৪ জন "ফ্যাসিস্ট সচিব" স্বপদে বহাল আছেন, যখন প্রধান উপদেষ্টার অনুমোদন সত্ত্বেও যোগ্য কর্মকর্তাদের প্রাপ্য পদে বসতে দেওয়া হয়নি। তিনি এই কমিটি এবং সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) কার্যক্রম নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, "মেধাবীদের দেশের জন্য কাজ করতে দেওয়া হয় না। এভাবে একটা দেশ চলতে পারে না। এত এত অন্যায় করতে আমরা হাসিনাকে তাড়াইনি। হিসাব দিয়ে যেতে হবে।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল