ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং

২০২৬ জানুয়ারি ২৯ ২০:৩৪:০৯

ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সাফকো স্পিনিং মিলস লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরেরদ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কোম্পানি সূত্রে জানা গেছে।

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর'২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। যেখানে আগের বছর একই সময় লোকসান হয়েছিল ৫৩ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর'২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৫ টাকা ৩০ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ৪২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাইনাস ৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ৫ টাকা ৩২ পয়সা।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত