ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ

২০২৬ জানুয়ারি ২৯ ২২:৩১:১৪

নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ

নিজস্ব প্রতিবেদক: একটি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের তত্ত্বাবধানে শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি জাতীয় দৈনিক পত্রিকা। এ উপলক্ষে বিভিন্ন বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘আমরা আপনাকেই খুঁজছি’—এই স্লোগানে সাহসী, উদ্যমী এবং নির্ভুল বাংলা বলা ও লেখায় দক্ষ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পত্রিকাটির মোট ১০টি বিভাগে নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো— প্রতিবেদক, শিক্ষানবিশ প্রতিবেদক, সহসম্পাদক, শিক্ষানবিশ সহসম্পাদক, সম্পাদনা সহকারী, মাল্টিমিডিয়া রিপোর্টার, নিউজরুম এডিটর, গ্রাফিক ডিজাইনার, সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ এবং প্রেজেন্টার (পুরুষ ও নারী)।

যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশার বা অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের লেখা সম্পাদনায় দক্ষতা এবং অনুবাদে পারদর্শিতা থাকা আবশ্যক।

বেতন ও আবেদন প্রক্রিয়া

নির্বাচিত প্রার্থীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা ওয়েজবোর্ড অনুযায়ী প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত [email protected]ই-মেইলেপাঠাতে অনুরোধ করা হয়েছে।

এএসএম/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত