ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন

২০২৫ অক্টোবর ৩০ ২৩:৩৯:৫৩

মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই নতুন আইনে পরিবারের সদস্যদের পাশাপাশি অন্য ঘনিষ্ঠজনদেরও নিঃস্বার্থভাবে কিডনিসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দান করার সুযোগ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়, যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফ করেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বর্তমানে প্রচলিত আইনে শুধু পরিবারের সদস্যরা অঙ্গপ্রত্যঙ্গ দান করতে পারেন, যা অনেক সময় রোগীদেরকে বিদেশে গিয়ে ব্যয়বহুল উপায়ে অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের চেষ্টা করতে বাধ্য করে।

তিনি বলেন, এই সমস্যা দূর করতে নতুন আইনে এমন ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ব্যক্তিদের (যাদের সঙ্গে ইমোশনাল এটাচমেন্ট আছে) অঙ্গপ্রত্যঙ্গ দান বৈধ করার সুযোগ রাখা হয়েছে। এর ফলে, যাদের অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনের জন্য বিদেশে যেতে হতো, তারা এখন বাংলাদেশের প্রচলিত আইনের মধ্য থেকেই এই কাজটা করার সুযোগ পাবেন। এতে চিকিৎসা ব্যয় সাশ্রয় হবে এবং মানুষের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

আসিফ নজরুল আরও জানান, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশও চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই অধ্যাদেশের আওতায় ফ্যাসিবাদী প্রধানমন্ত্রীর বাসভবন, যা তিনি ব্যবহার করতেন এবং যার গণহত্যার দায়ে বিচার চলছে, সেটিকে জুলাই জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি জাতীয় জাদুঘরের কোনো শাখা না হয়ে একটি সম্পূর্ণ স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এই অধ্যাদেশের আলোকে বিভিন্ন জায়গায় অবস্থিত আয়নাঘরেও জুলাই জাদুঘরের শাখা সম্প্রসারণ করার সুযোগ রাখা হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত