ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

আলেপের সহযোগী সিআইডির অ্যাডিশনাল এসপি মশিউর কারাগারে

২০২৫ অক্টোবর ৩০ ২১:২৭:১২

আলেপের সহযোগী সিআইডির অ্যাডিশনাল এসপি মশিউর কারাগারে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের সময় গুম ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী ও সিআইডি কর্মকর্তা এডিশনাল এসপি মো. মশিউর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কারাগারে পাঠিয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল এ আদেশ দেন এবং একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে, ডিবি পুলিশ দুপুরে সিআইডিতে দায়িত্ব পালনের সময় মশিউর রহমানকে গ্রেফতার করে। তাকে গুম ও হত্যার মামলায় ট্রাইব্যুনালে হাজির করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রসিকিউশন জানায়, মশিউরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দায়ের করা গুমের মামলা রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে শিগগিরই তাকে হাজির করা হবে।

প্রসঙ্গত, অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন র‌্যাব-১১-এ দায়িত্বকালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনের ঘটনায় তার সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সরকার পরিবর্তনের পর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় ২০২৪ সালের ১২ নভেম্বর আলেপ উদ্দিনকে গ্রেফতার করা হয়।

তদন্ত সূত্রে জানা গেছে, র‌্যাব-১১-এ দায়িত্বকালে এসব অবৈধ কর্মকাণ্ডে আলেপ উদ্দিনের অন্যতম সহযোগী হিসেবে কাজ করতেন এডিশনাল এসপি মশিউর রহমান। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন র‌্যাবের ইন্টেলিজেন্স ইউনিটে কর্মরত অবস্থায় গুমসহ বিভিন্ন অবৈধ কাজের বিষয়ে সাক্ষ্য দেন। তিনি উল্লেখ করেন, এসব কর্মকাণ্ডে আলেপকে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশ্রয় দিতেন, যার কারণে তিনি বিশেষ কুখ্যাতি অর্জন করেছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত