ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
রং মিশ্রিত মুগ ডাল বিক্রি রোধে তিন সরকারি সংস্থায় ক্যাবের চিঠি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উদ্বেগ প্রকাশ করেছে, যে ‘মথ’ ডালে রং মিশিয়ে ‘মুগ’ ডাল নামে বিক্রি করা হচ্ছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সংগঠনটি এই ডালের আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ ও বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করার দাবি জানিয়েছে।
এ বিষয়ে ক্যাবের সভাপতি, সাবেক সচিব এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া নির্বাহী কমিটির অন্যতম সদস্য এ এইচ এম সফিকুজ্জামান তিনটি সরকারি সংস্থার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠিয়েছেন।
চিঠিটি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিকার সংস্থা এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালকের কাছে প্রেরণ করা হয়েছে। এতে বলা হয়েছে, পাইকারি ও খুচরা বাজারে ‘মথ’ ডালকে ‘মুগ’ ডাল হিসেবে বিক্রি রোধ করতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া প্যাকেটজাত মুগ ডাল ও অন্যান্য মুগ ডালজাতীয় খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে মান যাচাই করতে হবে। রং, বিষাক্ত উপাদান বা মানের ব্যত্যয় প্রমাণিত হলে সংশ্লিষ্ট পণ্যের বিপণন, মজুত ও বিক্রি বন্ধ করতে হবে।
চিঠিতে আরও নির্দেশ দেয়া হয়েছে, পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালিয়ে রং মিশ্রিত মুগ ডাল শনাক্ত ও জব্দ করতে হবে। প্যাকেটজাত ও খোলা মুগ ডাল থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে বিশ্লেষণ করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, জনগণকে নিয়মিত সতর্কীকরণ প্রচারণা চালানোর জন্য গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে হবে।
ক্যাব সভাপতি জানান, এই পদক্ষেপ খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাম্প্রতিক সতর্কীকরণ অনুযায়ী সংগৃহীত ডালের অর্ধেকের বেশি নমুনায় রং মিশ্রিত পাওয়া গেছে। এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এরকম কেমিক্যালযুক্ত খাদ্য ভোক্তাদের মধ্যে ক্যানসারের মতো প্রাণঘাতী রোগ সৃষ্টি করতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজিতে ৪.৫১ কোটি টাকা জরিমানা