ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

দুই দিনে সোনায় বড় ধস, কমল ৩০ হাজার

২০২৬ জানুয়ারি ৩১ ১০:৫১:৫২

দুই দিনে সোনায় বড় ধস, কমল ৩০ হাজার

নিজস্ব প্রতিবেদক: রেকর্ড দামের উচ্ছ্বাস কাটতে না কাটতেই দেশের স্বর্ণবাজারে বড় ধরনের সংশোধন দেখা দিয়েছে। মাত্র দুই দিনের ব্যবধানে ভরিপ্রতি সোনার দাম ৩০ হাজার টাকার বেশি কমে গেছে, যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন পতন হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ ঘোষণায় প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেটের সোনার ভরির দাম নেমে এসেছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়।

বাজুসের পক্ষ থেকে বলা হয়েছে, তেজাবি সোনার (পিওর গোল্ড) দর কমে যাওয়ায় স্থানীয় বাজারে এই বড় সমন্বয় করা হয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, মূলত আন্তর্জাতিক বাজারে দরপতনের সরাসরি প্রভাবেই দেশের বাজারে এই বড় ধরনের দাম কমানো হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) প্রকাশিত বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নির্ধারিত দাম আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকেই কার্যকর হয়েছে।

আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিও দামের এই পতনের পেছনে বড় ভূমিকা রেখেছে। গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, শনিবার সকালে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে আসে ৪ হাজার ৮৯০ ডলারে, যেখানে আগের দিন তা ছিল ৫ হাজার ২০০ ডলার। তার আগের দিন বৃহস্পতিবার এই দাম ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়ে গিয়েছিল।

সর্বশেষ ঘোষিত তালিকা অনুযায়ী, দেশে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনা বিক্রি হবে ভরিপ্রতি ২ লাখ ৪৪ হাজার ১১ টাকায়, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। বাজুসের নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ৬ হাজার ৯৪০ টাকায়, ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৩২ টাকা।

উল্লেখ্য, গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দ্রুত বাড়ায় দেশের বাজারেও রেকর্ড সৃষ্টি হয়। বৃহস্পতিবার এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে বাজুস ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় উন্নীত করে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এর ২৪ ঘণ্টা না যেতেই শুক্রবার সকালে আবার দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। তখন ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা কমানো হয়, ফলে ভালো মানের সোনার দাম নেমে আসে ২ লাখ ৭১ হাজার টাকায়। সর্বশেষ দফায় আরও বড় কাটছাঁটের ফলে এখন সোনার দাম আরও নিচে নেমেছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত