ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
ভোট ও গণভোটে নজরদারিতে আসছে ১৬ দেশের পর্যবেক্ষক
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষণে বাড়ছে বৈশ্বিক উপস্থিতি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের আমন্ত্রণে সাড়া দিয়েছে অন্তত ১৬টি দেশ, যারা মোট ৫৭ জন দ্বিপাক্ষিক নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে।
দ্বিপাক্ষিক পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ এবং গণতান্ত্রিক শাসন ও মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কয়েক শত পর্যবেক্ষকও নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন।
দ্বিপাক্ষিক পর্যবেক্ষক পাঠানো দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় দল পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটি ১৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাবে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তুরস্ক, যেখান থেকে আসছেন ১২ জন পর্যবেক্ষক।
মালয়েশিয়ার পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুন। অন্যদিকে, তুরস্কের প্রতিনিধি দলে দেশটির সংসদ সদস্যরা থাকবেন এবং দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশের সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল।
এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে আরও কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া (৫), জাপান (৪), পাকিস্তান (৩), ভুটান (২), মালদ্বীপ (২), ফিলিপাইন (২), জর্ডান (২), জর্জিয়া (২), রাশিয়া (২), কিরগিজস্তান (২), দক্ষিণ আফ্রিকা (২), শ্রীলঙ্কা (১), ইরান (১) ও উজবেকিস্তান (১)।
উল্লেখযোগ্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা।
নির্বাচন পর্যবেক্ষকদের সমন্বয় কার্যক্রমে যুক্ত সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ জানান, এখন পর্যন্ত প্রায় ৪০০ আন্তর্জাতিক পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই আরও কয়েকটি দেশ তাদের পর্যবেক্ষক পাঠানোর ঘোষণা দেবে।
এদিকে, ১৪ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক রাষ্ট্রপতি নান্না আকুফো-আডো। এই দলে রয়েছেন মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জেফ্রি সালিম ওয়াহিদ, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জন ফ্রান্সিস এবং মালয়েশিয়ার সাবেক সিনেটর রাস আদিবা মোহাম্মদ রাদজি।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন লাতভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। এই মিশনে ইউরোপীয় পার্লামেন্টের আরও অন্তত সাতজন সদস্য অন্তর্ভুক্ত থাকবেন।
প্রসঙ্গত, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের বিপরীতে ৫০টিরও বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ