ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

হাতে চুড়ি পরে বসে আছে নির্বাচন কমিশন: ডাকসু ভিপি

২০২৬ জানুয়ারি ২৯ ২২:৫৮:৫১


হাতে চুড়ি পরে বসে আছে নির্বাচন কমিশন: ডাকসু ভিপি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হলে নির্বাচন কমিশনকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে এমন কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ঐক্যবদ্ধ ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত এক গণজমায়েতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। কমিশনের উদ্দেশে তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “আপনারা কী করছেন? হাতে চুড়ি পরে বসে থাকলে চলবে না।” সাদিক কায়েম আরও বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে অতীতের ফ্যাসিবাদী শাসনামলের নির্বাচন কমিশনের চেয়েও খারাপ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, বিএনপির সন্ত্রাসীরা রেজাউল ভাইকে হত্যা করেছে এবং এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারেন না দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাদিক কায়েমের ভাষ্য অনুযায়ী, তারেক রহমান নিজেই একটি পরিকল্পনার কথা বলেছিলেন, কিন্তু সেই পরিকল্পনার মাধ্যমে দলের সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। তাই এই হত্যার দায় তাকেই নিতে হবে।

বিএনপির সমালোচনা করে ডাকসু ভিপি বলেন, গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা ৫০টিরও বেশি জায়গায় মা-বোনদের ওপর হামলা চালিয়েছে। ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি স্মরণ করিয়ে দেন, জুলাই বিপ্লবের সময় ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা হামলার শিকার হয়েছিল, যার পরিণতিতে তৎকালীন সরকার ও তাদের সহযোগীরা গণআন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়। একই ধরনের হামলা আবার হলে এবার পালানোর সুযোগও তারা পাবে না বলে মন্তব্য করেন তিনি।

সাদিক কায়েম বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে সরে এসে বিএনপি এখন চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসনির্ভর রাজনীতিতে জড়িয়ে পড়েছে।

গণভোট প্রসঙ্গে তিনি জানান, দেশের ছাত্রসমাজ ও সাধারণ মানুষ ইতোমধ্যে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে প্রথম সিলই পড়বে ‘হ্যাঁ’-এর পক্ষে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সমাপনী বক্তব্যে সিলেটের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে ডাকসু ভিপি বলেন, গণভোটকে সফল করতে প্রতিটি গ্রাম ও মহল্লায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোরালো প্রচারণা গড়ে তুলতে হবে এবং এই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত