ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণা তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২২ বছর পর রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, আমের জন্য আধুনিক হিমাগার নির্মাণ এবং আইটি পার্ক সচল করে কর্মসংস্থান সৃষ্টির একগুচ্ছ প্রতিশ্রুতি দেন। তার আগমনকে ঘিরে পুরো মাদরাসা মাঠ এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়।
কৃষকদের আশ্বস্ত করে তারেক রহমান বলেন, ‘আমরা হিসাব-নিকাশ করে সিদ্ধান্ত নিয়েছি, আগামী ১২ তারিখে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে।’ তিনি আরও যোগ করেন, ‘মায়েদের হাতে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, তেমনই প্রত্যেক কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছে দেয়া হবে। যার মাধ্যমে তারা ব্যাংক ঋণ, সরকারি সার, বীজ ও কীটনাশক সহায়তা সরাসরি পাবেন।’
শিক্ষা নগরী রাজশাহীর সম্ভাবনা ও সমস্যা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘রাজশাহীতে আইটি পার্ক আছে কিন্তু তা কোনো কাজে আসে না৷ এই আইটি পার্ককে সচল করতে চায় বিএনপি। যার মাধ্যমে শিক্ষিত উচ্চ শিক্ষিত সবার জন্য আইটি সেক্টরে দক্ষতা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করবে বিএনপি।’ এ ছাড়া রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম চাষিদের সুবিধার্থে তিনি আধুনিক হিমাগার এবং উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল তৈরির ঘোষণা দেন। ভোকেশনাল ইনস্টিটিউট গড়ার মাধ্যমে তরুণ ও নারীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪-এর গণঅভ্যুত্থানে কেউ দেখেনি কার কী ধর্ম। আজ দেশ গড়ার সময়েও আমরা ধর্ম দেখব না। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই।’ তিনি আরও বলেন, ‘যারা শান্তিতে বিশ্বাসী তাদেরকে পাশে রাখবে বিএনপি।’
বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘বিগত ১৬ বছর মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। গণতন্ত্র না থাকলে মেগা প্রজেক্ট হয়, কিন্তু জনগণের প্রজেক্ট হয় না।’ তিনি নদী ও খাল খননসহ পদ্মা ব্যারেজ তৈরির স্বপ্নের কথা জানান। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি সিদ্ধান্ত নিতে হবে দেশ গণতন্ত্রের দিকে যাবে নাকি অন্যকোনো দিকে যাবে। যেকোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডাকে ওপরে তুলতে হবে।’
জনসভা মঞ্চ থেকে তারেক রহমান রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। নির্বাচনী জনসভা শেষে তিনি সড়কপথে নওগাঁর উদ্দেশে রওনা হন। সেখানে এটিএম মাঠে বক্তব্য রাখার পর রাতে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস