ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই: তারেক রহমান

২০২৬ জানুয়ারি ২৯ ২১:৫৬:০৬


পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন ছিল বলেই দীর্ঘ ১৭ বছর ধরে নানা নিপীড়ন ও অত্যাচারের মধ্যেও বিএনপি টিকে আছে। তিনি স্পষ্ট করে বলেন, হুট করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা বিএনপির নেই, কারণ এই দেশের মাটিই তাদের শেষ আশ্রয়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নওগাঁ শহরের এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে তিনি উত্তরাঞ্চলের জেলা নওগাঁ সফরে আসেন।

সমাবেশে তারেক রহমান বলেন, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে একটি পক্ষ দেশ ছেড়ে পালিয়ে গেছে। তবে আরেকটি গোষ্ঠী রয়েছে, যারা অতীতেও তাদের সঙ্গে ছিল এবং গত ১৬ বছর ধরে প্রকাশ্যে মাঠে না থাকলেও নেপথ্যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ২০০৮ সালের নির্বাচনের মতো যেন খালি ব্যালট বাক্স ভরা দেখানো না যায়, সে জন্য ব্যালট বাক্স পাহারা দিতে হবে।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে সাধারণ মানুষের ভাগ্যের কোনো মৌলিক পরিবর্তন হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন, নারীদের ক্ষমতায়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। মানুষ যেন নিশ্চিন্তে চলাফেরা করতে পারে ও নিরাপদে ঘুমাতে পারে, সে পরিবেশ সৃষ্টি করা হবে। তিনি বলেন, ঢাকাকেন্দ্রিক উন্নয়নের বাইরে গিয়ে সারাদেশে ভারসাম্যপূর্ণ উন্নয়ন দরকার। তারেক রহমান অভিযোগ করেন, মেগা প্রকল্পের আড়ালে মেগা দুর্নীতি হয়েছে।

কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। নওগাঁ অঞ্চলে ধানের পাশাপাশি আম উৎপাদন হলেও আম সংরক্ষণের জন্য হিমাগারের অভাব রয়েছে। বিএনপি সরকার গঠন করলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের উৎপাদিত পণ্য কম খরচে ঢাকায় পরিবহনের জন্য রেল ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ জিয়া ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছিলেন। বিএনপি ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হবে। পর্যায়ক্রমে সব কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে, যাতে বীজ ও সার সহজে পাওয়া যায় এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তারা সক্ষম হন।

নারীদের প্রসঙ্গে তিনি বলেন, মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে প্রতি মাসে সরকারি সুবিধা দেওয়া হবে। গ্রামাঞ্চলে মানসম্মত চিকিৎসার অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গ্রামে হেলথ কেয়ার ব্যবস্থা চালু করা হবে, যাতে সাধারণ রোগ ঘরে বসেই চিকিৎসা করা যায়।

শিক্ষিত বেকারদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, খেলোয়াড় হয়েও দেশ ও বিদেশে সুনাম অর্জন করা সম্ভব। এজন্য স্কুল পর্যায় থেকেই খেলাধুলার প্রশিক্ষণ দিতে হবে। তিনি বলেন, নওগাঁ একটি কৃষি ও শিল্পাঞ্চল হওয়ায় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ালে কর্মসংস্থান সৃষ্টি হবে। আইটি খাতকে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে, তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, যেখানে আইটি দক্ষ জনশক্তির কর্মসংস্থান হবে।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক নাজমুল হক সনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু, নওগাঁ ওলামা ইসলামের সভাপতি মুফতি ইলিয়াস তুহিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসন ও জয়পুরহাট জেলার দুইটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা আলাদা আলাদাভাবে বক্তব্য দেন এবং আগামী নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত