ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

জনসমুদ্রে পরিণত রাজশাহীর মাদরাসা মাঠ, মঞ্চে তারেক রহমান

২০২৬ জানুয়ারি ২৯ ১৪:৫৩:৫২

জনসমুদ্রে পরিণত রাজশাহীর মাদরাসা মাঠ, মঞ্চে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভা মঞ্চে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় বিমানযোগে পদ্মা পাড়ের বিভাগীয় শহর রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

রাজশাহীতে পৌঁছেই তিনি প্রথমে নগরীর দরগাপাড়ায় অবস্থিত হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি সরাসরি ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দেন। দুপুর ২টায় এই বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

দলীয় সূত্র জানিয়েছে, এই জনসভায় রাজশাহীসহ পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন। জনসভা চলাকালীন তারেক রহমান এই তিন জেলার মোট ১৩ জন সংসদ সদস্য প্রার্থীকে জনতার সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই মাদরাসা মাঠ ও আশপাশের এলাকা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে উঠেছে। দুপুর ১২টার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়।

রাজশাহীর জনসভা শেষে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। যাত্রাপথে বিকেলে নওগাঁর এটিম মাঠে এবং সন্ধ্যায় তার নিজ নির্বাচনি এলাকা বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠে আয়োজিত পৃথক দুটি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত