ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
‘নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না’
নিজস্ব প্রতিবেদক: এক স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে আরেকটি স্বৈরতন্ত্র কায়েম করার লক্ষ্য নিয়ে গণঅভ্যুত্থান হয়নি এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগণের প্রত্যাশা ছিল একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, কোনো একক দলের কর্তৃত্ব নয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী-২ (পলাশ) আসনের ঘোড়াশালের পোস্ট অফিস রোডে এনসিপি ও ১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘একটি রাজনৈতিক দল জাতির সঙ্গে প্রতারণা করে সংস্কারের পথে যেতে চাচ্ছে না। বরং লুটপাট ও অর্থ পাচারের নতুন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে। এর ফলে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনৈতিক পুনরুদ্ধারে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তবে তার আগে দুর্বৃত্তায়নের রাজনীতি নির্মূল করতে হবে। চাঁদাবাজির রাজনীতির কারণে দেশের সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে।’তিনি বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শাপলা কলির পক্ষে এবং ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি দল সারাদেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন, হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে তারা গত ১৭ বছরে আওয়ামী লীগ যে অভিজ্ঞতা দিয়েছে, গত ১৭ মাসেও একই ধরনের পরিস্থিতি তৈরি করেছে। তিনি বলেন, আওয়ামী লীগকে তাদের কর্মকাণ্ডের কারণেই বিতাড়িত করা হয়েছিল। এখন যারা আবারও সেই পথে হাঁটতে চায় এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছে, তাদের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে রায় দেওয়া হবে।
এনসিপির জেলা শাখার আহ্বায়ক ও নরসিংদী-২ (পলাশ) আসনে দলটির প্রার্থী সারোয়ার তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে এনসিপি ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতারা বক্তব্য দেন এবং নির্বাচনে জোট প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস