ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

এক যুগ পর পাকিস্তানের পথে বাংলাদেশের বিমান 

২০২৬ জানুয়ারি ৩০ ০০:০৩:০৬


এক যুগ পর পাকিস্তানের পথে বাংলাদেশের বিমান 

নিজস্ব প্রতিবেদক: বিমানের নতুন ঢাকা-করাচি রুটের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ঢাকা থেকে করাচির উদ্দেশ্যে প্রথম ফ্লাইট বিজি-৩৪১ যাত্রা শুরু করে। এই বিশেষ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নতুন এই রুট চালু হওয়ায় দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় আরও সুগম হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর্ষদ চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার এবং বেবি চপ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকও অনুষ্ঠানে ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব ড. মো. সাফিকুর রহমান। এছাড়াও মন্ত্রণালয়, বিমান, সিভিল এভিয়েশন ও অন্যান্য সংস্থার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিমানের প্রথম ফ্লাইট করাচিতে পৌঁছাবে ২৯ জানুয়ারি স্থানীয় সময় রাত ১১টায়। ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে ৩০ জানুয়ারি রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে একই দিন ভোর ৪টা ২০ মিনিটে। প্রথম ফ্লাইটে ১৫০ জন যাত্রী ছিলেন।

২৯ জানুয়ারি থেকে শীতকালীন সূচি অনুযায়ী প্রতি বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে করাচিতে ফ্লাইট চলবে এবং একই দিনে করাচি থেকে ঢাকায় ফিরতি ফ্লাইট পরিচালিত হবে, যা দুই দেশের যাত্রীদের যাত্রা আরও সহজ ও দ্রুত করবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত