ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
সরকারের কিছু লোক এখনও আঃ লীগের হয়ে কাজ করছে: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন যে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একটি বিশেষ মহল ‘ইঞ্জিনিয়ারিং’ করার পরিকল্পনা করছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগের আজিজ মার্কেটে আয়োজিত এক নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।
বিদেশে অবস্থানরত সমালোচকদের ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, “বিদেশে বসে বিএনপির কীভাবে ক্ষতি করা যায়, কীভাবে বদনাম ও অপবাদ দেওয়া যায় সেই চেষ্টাই তারা করছে। আর তাদেরই কিছু বাচ্চা-কাচ্চারা ঢাকায় বসে সকাল-দুপুর-সন্ধ্যায় আল্লাহর নাম নেওয়ার চেয়েও বেশি আমার নাম নিচ্ছে। সারাদিন মিথ্যা কথা বলে যাচ্ছে। আমার সম্পর্কে যারা যা বলছে, তাদের কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? এ পর্যন্ত আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, আমি তার প্রমাণ চাই।”
নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “অনেক ত্যাগের বিনিময়ে আমরা ভোটের অধিকার অর্জন করেছি। যারা এই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আজ দেশে একটি গ্রুপ ২০০৮ সালের মতো পরিস্থিতি তৈরি করতে চায়। যে যত কথাই বলুক, আমি স্পষ্ট বুঝতে পারছি- নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার একটি পরিকল্পনা চলছে।”
ফলাফল প্রকাশে বিলম্বের বিষয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “আগে আমরা নির্বাচন করেছি, যখন আমাদের পোলিং এজেন্টরা প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ফলাফল লিখিতভাবে নিয়ে সন্ধ্যা ৭টার মধ্যেই বাড়ি ফিরেছে। আর এখন বলা হচ্ছে, ফলাফল গণনায় দুই-তিন দিন লাগতে পারে। আমরা কোনো অবস্থাতেই এই পরিস্থিতি মেনে নেবো না। এটা একটি অশুভ লক্ষণ।”
প্রশাসনের ভেতরে এখনও আওয়ামী লীগের প্রভাব রয়েছে দাবি করে তিনি বলেন, “এই সরকারের ভেতরে কিছু লোক এখনও আওয়ামী লীগের হয়ে কাজ করছে। তারা ঘাপটি মেরে বসে আছে। তারা চায় নির্বাচন না হোক, আর হলেও যেন বিএনপি জয়ী হতে না পারে।”
সবশেষে তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দেশপ্রেমিক হলে দেশে এসে নির্বাচন করুন। জনগণকে বলব—যাকে খুশি তাকে ভোট দিন, নিজের পছন্দের ব্যক্তিকেই ভোট দিন; তবে দয়া করে ভোটকেন্দ্রে যাবেন, অধিকার প্রয়োগ করবেন।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস