ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

গণভোট নিয়ে ‘ঐক্যবদ্ধ ছাত্র সংসদ’র দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

২০২৬ জানুয়ারি ২৮ ১৮:১০:২৯

গণভোট নিয়ে ‘ঐক্যবদ্ধ ছাত্র সংসদ’র দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি এবং ‘না’ মানে গোলামি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অর্জনকে স্থায়ী রূপ দিতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে দেশের পাঁচটি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ‘ঐক্যবদ্ধ ছাত্র সংসদ’ ব্যানারে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ডাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। নির্বাচিত পাঁচ ছাত্র সংসদের সম্মিলিত উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণার অংশ হিসেবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভিপি সাদিক কায়েম বড় রাজনৈতিক দলগুলোর ভূমিকার সমালোচনা করে বলেন, “জুলাই বিপ্লবের স্বপ্নকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরি করেছে এই গণভোট। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বড় দলগুলো গণভোট নিয়ে জনগণের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছে না। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে ক্ষমতার একচ্ছত্র আধিপত্য বা বিচার বিভাগ কুক্ষিগত করার সুযোগ থাকবে না।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করার লক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জকসু) কেন্দ্রীয় ছাত্র সংসদ একযোগে কাজ করবে। কর্মসূচির অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে দেশের বড় শহরগুলোতে গণজমায়েত করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় সিলেটের বন্দর বাজার কোর্ট পয়েন্ট এলাকায় প্রথম বিভাগীয় গণজমায়েত অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগীয় শহরেও এই কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম বলেন, “পুরানো ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো ভেঙে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠাই ছিল জুলাই আন্দোলনের মূল চেতনা। কিন্তু কিছু দল সংস্কার প্রস্তাবনায় ভিন্নমত পোষণ করছে। তাই ১২ ফেব্রুয়ারির ভোটে ‘হ্যাঁ’ জয়ী করার মাধ্যমে স্বৈরাচারী ব্যবস্থার চূড়ান্ত বিলোপ ঘটাতে হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাকসু জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, চাকসু জিএস সাইদ বিন হাবিব, জকসু ভিপি রিয়াজুল ইসলাম এবং রাকসু জিএস সালমান সাব্বিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত