ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের হজে গমনেচ্ছু নিবন্ধিত ব্যক্তিদের আগামী ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রাজকীয় সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় টিকা গ্রহণ করে ‘ফিটনেস সনদ’ সংগ্রহের পর নির্ধারিত সময়ের মধ্যে এই আবেদন করতে হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য বর্তমানে সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলছে। হজযাত্রীদের আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি ‘নুসুক মাসার’ (Nusuk Masar) সিস্টেমের মাধ্যমে ভিসার আবেদন করতে হবে। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, যথাযথ কর্তৃপক্ষের দেওয়া ফিটনেস সনদ ছাড়া এবার কেউ হজে যেতে পারবেন না।
স্বাস্থ্য পরীক্ষার নির্ধারিত কেন্দ্রসমূহ:
সারাদেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয় ছাড়াও নির্দিষ্ট কিছু বিশেষায়িত হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ও টিকার ব্যবস্থা করা হয়েছে:
ঢাকা মহানগরী: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সিএমএইচ, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং বাংলাদেশ সচিবালয় ক্লিনিক।
ঢাকার বাইরে: গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ; চট্টগ্রাম, সিলেট, খুলনা ও দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতাল এবং বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল।
প্রয়োজনীয় নথিপত্র ও যোগাযোগ:
স্বাস্থ্য পরীক্ষার সময় হজযাত্রীদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে প্রিন্ট করা ‘ই-হেলথ প্রোফাইল’ সঙ্গে রাখতে হবে। হজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ‘১৬১৩৬’ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ