ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর দিল সরকার
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য বিশাল সুখবর দিয়েছে সরকার। এখন থেকে মাত্র ২০ হাজার ৫০০ টাকায় দেশে ফেরার সুযোগ পাবেন তারা। প্রবাসী কর্মীদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মদিনা-ঢাকা ও জেদ্দা-ঢাকা রুটে একমুখী (One-way) সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। এছাড়া মদিনা-ঢাকা-মদিনা এবং জেদ্দা-ঢাকা-জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া পড়বে ৪২ হাজার টাকা।
বাংলাদেশে আসার ক্ষেত্রে: এই বিশেষ ভাড়া কার্যকর থাকবে ১৮ এপ্রিল ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত।
সৌদিতে ফেরার ক্ষেত্রে: এই সুবিধা পাওয়া যাবে ৩০ মে ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।
বিমানের মুনাফা ও হজের ফাঁকা ফ্লাইট:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই প্রক্রিয়ায় মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সাধারণত হজ ফ্লাইট পরিচালনার সময় একমুখী ফাঁকা ফ্লাইট যাতায়াত করে, সেই সুযোগটিকে কাজে লাগিয়েই এই সাশ্রয়ী ভাড়ার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রথমবারের মতো অতিরিক্ত ১০০ কোটি টাকার বেশি লাভের মুখ দেখবে বলে আশা করা হচ্ছে।
এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতির বড় মাইলফলক হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এই পদক্ষেপের জন্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে ধন্যবাদ জানান। তবে অতীতে অনেক উদ্যোগ সঠিক তদারকির অভাবে ব্যর্থ হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, এই উদ্যোগটি যেন শতভাগ কার্যকর থাকে এবং প্রবাসীরা যেন প্রকৃত সুফল পায় তা নিশ্চিত করতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ