ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

কমিশনের সামনে নতুন কোনো চ্যালেঞ্জ নেই: সানাউল্লাহ

২০২৬ জানুয়ারি ৩০ ১৯:৪৬:৩৬

কমিশনের সামনে নতুন কোনো চ্যালেঞ্জ নেই: সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের সামনে নতুন কোনো চ্যালেঞ্জ নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, কমিশনের মূল ও প্রথম দায়িত্ব হলো একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। দীর্ঘ সময়ের স্থবিরতার পর সেই লক্ষ্যেই নির্বাচন কমিশন এগোচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত থেকে মতামত তুলে ধরেন।

নির্বাচন কমিশনার বলেন, গণভোট অধ্যাদেশের ২১ নম্বর ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, সাধারণ নির্বাচনে যেসব আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হয়, গণভোটের ক্ষেত্রেও সেগুলো একইভাবে প্রযোজ্য হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো পক্ষ অবলম্বন করতে পারবেন না এবং কোনো ধরনের প্রচার-প্রচারণায় যুক্ত হওয়ার সুযোগ নেই এই বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোট সম্পর্কে জনগণকে তথ্য দিতে ও সচেতন করতে পারবেন, তবে ‘হ্যাঁ’ বা ‘না’ কোনো পক্ষের পক্ষে অবস্থান নেওয়া বা ভোট চাওয়ার সুযোগ নেই।

নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, নির্বাচন মানেই প্রতিযোগিতা থাকবে এবং সে প্রতিযোগিতায় কখনো কখনো উত্তেজনা তৈরি হয়। ভাষার ব্যবহারে বা সমর্থকদের আচরণে সীমা অতিক্রম যেন না হয় এ বিষয়ে সবাইকে সংযত থাকার আহ্বান জানান তিনি। নির্বাচনকে কেন্দ্র করে কোথাও অস্থিরতা সৃষ্টি হলে তা সমাজের জন্য ক্ষতিকর হবে বলেও সতর্ক করেন কমিশনার।

প্রচারসংক্রান্ত বিধিনিষেধ প্রসঙ্গে তিনি জানান, বিলবোর্ডে রঙিন ব্যবহার নিষিদ্ধ নয়। নিষেধাজ্ঞা রয়েছে ব্যানার, ফেস্টুন ও হ্যান্ডবিল ব্যবহারের ওপর। ডিজিটাল বিলবোর্ডে জোর করে সাদা রঙ প্রয়োগের প্রয়োজন নেই বলেও স্পষ্ট করেন তিনি।

শেষে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের লক্ষ্য শতভাগ ভোটারকে ভোটকেন্দ্রে আনা। এ জন্য অনুকূল ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে কমিশন কাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নেবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত