ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
৫০তম বিসিএস প্রিলি শেষ, অংশ নিয়েছেন প্রায় ৩ লাখ পরীক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দেশের আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই এমসিকিউ পরীক্ষায় মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
পিএসসির নির্দেশনা অনুযায়ী, সকাল ৯টা ৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। ইলেকট্রনিক ডিভাইস, ঘড়ি, ক্যালকুলেটর ও ব্যাগসহ সব ধরনের নিষিদ্ধ সামগ্রী নিয়ন্ত্রণে কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। প্রতিটি কক্ষে দেয়াল ঘড়ি সরবরাহ করা হয় এবং পরীক্ষার্থীদের কান দৃশ্যমান রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল।
এবারের বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে (৬৫০ জন)। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগের সুপারিশ করা হবে।
পিএসসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানান, তারা বিসিএসের দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে কাজ করছেন। ৫০তম বিসিএস থেকেই ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল পর্যন্ত পুরো প্রক্রিয়াটি মাত্র ১২ মাসের মধ্যে সম্পন্ন করার আপ্রাণ চেষ্টা করছে কমিশন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ