ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে গুজব, প্রেস উইংয়ের ব্যাখ্যা

২০২৬ জানুয়ারি ৩০ ১১:৩২:৩৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে গুজব, প্রেস উইংয়ের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবদেক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়লে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ আরও ছয় মাস বাড়ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস-এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, ফেসবুকে ইনডিপেনডেন্ট টেলিভিশনের একটি ফটোকার্ড ব্যবহার করে দাবি করা হচ্ছে যে, গণভোটের ফলের ওপর ভিত্তি করে বর্তমান সরকার আরও ১৮০ দিন ক্ষমতায় থাকবে। এই বিভ্রান্তি মূলত বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রীয়াজের একটি বক্তব্যকে ভুলভাবে উপস্থাপনের মাধ্যমে সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে, অধ্যাপক আলী রীয়াজ মূলত পরবর্তী জাতীয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের ভূমিকার কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, নির্বাচিত সংসদ সদস্যরা প্রথম দিন থেকেই সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করবেন। তবে সংবিধানের মৌলিক পরিবর্তনের লক্ষ্যে তারা শপথ নিয়ে ১৮০ দিনের মধ্যে ‘গণপরিষদ’ বা ‘সাংবিধানিক সংস্কার পরিষদ’ হিসেবে সংস্কার কার্যক্রম সম্পন্ন করবেন। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

‘জুলাই জাতীয় সনদ (সাংবিধানিক সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুযায়ী, গণভোটে জনরায় পেলে আগামী সংসদের সদস্যরা দ্বৈত ভূমিকা পালন করবেন। তারা একই সাথে জাতীয় সংসদের সদস্য এবং সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এই পরিষদ প্রথম বৈঠকের ১৮০ কর্মদিবসের মধ্যে সংস্কার কাজ শেষ করবে। সংস্কার শেষ হলে পরিষদের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং তারা কেবল সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সরকার স্পষ্টভাবে জানিয়েছে, প্রচলিত আদেশের কোথাও বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর কোনো ইঙ্গিত নেই। এ ধরনের গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত