ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতার বিকল্প নেই: উপদেষ্টা রিজওয়ানা

২০২৬ জানুয়ারি ৩০ ১২:৫৩:৫৭

বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতার বিকল্প নেই: উপদেষ্টা রিজওয়ানা

নিজস্ব প্রতিবদক: দেশে বন্যপ্রাণী সংরক্ষণে সরকার বিশেষায়িত ‘উইং’ প্রতিষ্ঠা করলেও সাধারণ মানুষের সচেতনতা ও মূল্যবোধ ছাড়া বন্যপ্রাণী রক্ষা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বন্যপ্রাণীর প্রাকৃতিক আবাসস্থল দিন দিন সংকুচিত হচ্ছে। এগুলো সংরক্ষণ ও পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বন্যপ্রাণী রক্ষায় শুধুমাত্র বিচ্ছিন্ন কোনো উদ্যোগ নয়, বরং প্রয়োজন একটি সুপরিকল্পিত, সমন্বিত ও কৌশলগত সংরক্ষণ ব্যবস্থা।

বাংলাদেশের সব ধরনের প্রাণীর ‘রেড লিস্ট’ হালনাগাদ করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই তালিকা করার মূল উদ্দেশ্য হতে হবে ধাপে ধাপে বিলুপ্তপ্রায় প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা। যদি আমরা বন্যপ্রাণীর সংখ্যা বাড়াতে না পারি, তবে শুধু তালিকা প্রণয়ন করা অর্থহীন হয়ে পড়বে।

রিজওয়ানা হাসান আরও জানান, সরকার বন্যপ্রাণী সংরক্ষণে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করতে নতুন উইং প্রতিষ্ঠার কাজ করছে, তবে এর সফলতার জন্য জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত