ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

শিক্ষক নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবেদন অনলাইনে

২০২৬ জানুয়ারি ৩০ ১৪:২৮:২১

শিক্ষক নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবেদন অনলাইনে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘সহকারী অধ্যাপক’ ও ‘প্রভাষক’ এই দুই পদে মোট তিনজন শিক্ষক নিয়োগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ২৯ জানুয়ারি প্রকাশিত এ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়মে আবেদন করে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে একজন সহকারী অধ্যাপক এবং দুইজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। সহকারী অধ্যাপক পদটি গ্রেড-৬ এর আওতাভুক্ত, যেখানে মাসিক বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা। অন্যদিকে প্রভাষক পদ দুটি গ্রেড-৯ অনুযায়ী, যার বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।

পদের বিস্তারিত তথ্য

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়

পদ ১: সহকারী অধ্যাপক

বিভাগ: ভাষাবিজ্ঞান বিভাগ

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

পদ ২: প্রভাষক

বিভাগ: ভাষাবিজ্ঞান বিভাগ

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ শেষে আবেদন ফি পরিশোধের রশিদসহ পূরণকৃত আবেদনপত্র পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে মোট ৮ সেট দরখাস্ত রেজিস্ট্রার বরাবর পাঠাতে হবে।

আবেদন ফি

রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা সমমূল্যের পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট আবেদন ফি হিসেবে জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

রেজিস্ট্রার

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা-১০০০

আবেদনের শেষ সময়

আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, বিস্তারিত আবেদনপদ্ধতি ও অন্যান্য শর্ত জানতে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি বা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত লিংক দেখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত