ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার সময়সূচি সংশোধন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ। ২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব ও আইসিটি পরীক্ষার ফরম পূরণের সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষার আবেদন ফরম ও বিবরণী পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি। কলেজগুলোর অনলাইন ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন কার্যক্রম শেষ করতে হবে ১৮ ফেব্রুয়ারির মধ্যে। আর সোনালী সেবা ব্যবহার করে পরীক্ষার ফি জমা দেওয়ার সর্বশেষ সময় ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক স্মারকে এই সময়সূচির তথ্য জানানো হয়।
স্মারকে আরও বলা হয়, ২০১৮–২০১৯ ও ২০১৯–২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও বিশেষ অন্তর্ভুক্তি ফি প্রদান সাপেক্ষে শুধুমাত্র ২০২৩ সালের এই মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণের সুযোগ পাবেন।
এদিকে, পূর্বে জারি করা একটি বিজ্ঞপ্তির ৮ নম্বর শর্ত সংশোধন করে কলেজগুলোর জন্য নতুন নির্দেশনাও দেওয়া হয়েছে। সংশোধিত নির্দেশনা অনুযায়ী, ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় যারা প্রথমবার অংশ নিচ্ছেন, তাদের ইনকোর্স ও টার্ম পেপারের নম্বর কলেজ কর্তৃপক্ষকে অবশ্যই info.nu.ac.bd ওয়েবসাইটে অনলাইনে এন্ট্রি দিতে হবে।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যেসব শিক্ষার্থীর নম্বর অনলাইনে এন্ট্রি ও নিশ্চিত করা হবে না, তারা ফরম পূরণের আবেদন করতে পারবেন না এবং পরবর্তীতে প্রবেশপত্রও পাবেন না।
এছাড়া কলেজগুলোর প্রতি অনলাইন ডাটা এন্ট্রি, সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা যাচাই, বিভাগীয় প্রধান ও অধ্যক্ষের নিশ্চয়ন এবং শিক্ষার্থীদের সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি সংযুক্তিসহ সব প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে অনলাইন পোর্টাল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে সময়মতো সব কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি