ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

ডুজা সদস্যদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ পিআইবির

২০২৬ জানুয়ারি ২৭ ২৩:৪১:০৮

ডুজা সদস্যদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ পিআইবির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের জন্য দু’দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

গত ২৬ ও ২৭ জানুয়ারি পিআইবির উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যসহ ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। দু’দিনব্যাপী প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার নীতি, অপতথ্য মোকাবিলা, ভোটকেন্দ্র রিপোর্টিং, সাংবাদিকদের নিরাপত্তা এবং নৈতিক দায়িত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সেশন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুহাজির মাহি, সাধারণ সম্পাদক মাহাদি হাসানসহ ডুজার নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, নির্বাচন শুধু ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি রাষ্ট্র ও সমাজের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ পর্ব। ইতিহাসে দেখা গেছে, নির্বাচনের ফলাফল অস্বীকার করার কারণে দেশ বিভাজন ও দীর্ঘস্থায়ী সংকট সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, “এবারের নির্বাচন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যা হয় দেশকে মুক্তির পথে এগিয়ে নেবে, নয়তো নতুন বিপদের দিকে ঠেলে দিতে পারে।”

তিনি আরও বলেন, জুলাইয়ের অভ্যুত্থানকে কোনো এককালীন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। একটি অভ্যুত্থান বা গণআন্দোলন দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে বিকশিত হয় এবং বিভিন্ন সময়ে তাকে দুর্বল বা ভিলেন বানানোর চেষ্টা চলে। এ ক্ষেত্রে অপতথ্য, বিভ্রান্তি ও রাজনৈতিক কৌশল ব্যবহৃত হয়। সাংবাদিকদের দায়িত্ব হলো এসব প্রক্রিয়া গভীরভাবে অনুধাবন করে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করা।

ডুজার সভাপতি মহিউদ্দিন মুহাজির মাহি বলেন, নির্বাচনকালীন সাংবাদিকতা অত্যন্ত সংবেদনশীল একটি ক্ষেত্র। এ ধরনের প্রশিক্ষণ ক্যাম্পাস সাংবাদিকদের পেশাগত সক্ষমতা ও নৈতিক মানদণ্ড শক্তিশালী করবে। তিনি পিআইবিকে এমন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান।

সাধারণ সম্পাদক মাহাদি হাসান বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকরা নির্বাচনকালীন সংবাদ পরিবেশনের আইনগত কাঠামো, ঝুঁকি ব্যবস্থাপনা ও নৈতিক দিক সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পেয়েছেন, যা ভবিষ্যৎ রিপোর্টিংয়ে সহায়ক হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত