ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

রাজশাহীতে নিজ বাসা থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

২০২৬ জানুয়ারি ৩১ ০১:০৬:২৬

রাজশাহীতে নিজ বাসা থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর মেহেরচণ্ডী এলাকায় নিজ বাসা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। ইতি মেহেরচণ্ডী এলাকার বাসায় তার মায়ের সঙ্গেই বসবাস করতেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেহেরচণ্ডী এলাকার একটি বাসা থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে একে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও তদন্ত চালাচ্ছে।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে মানসিক বিষণ্নতা থেকে এমনটি ঘটে থাকতে পারে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত