ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন

২০২৫ অক্টোবর ২৯ ১৪:১৮:৩৫

ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন

সরকার ফারাবী: ক্রিকেট দুনিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক (T20I) সিরিজের পর্দা উঠছে আজ। ওয়ানডে সিরিজের পর এবার ছোট ফরম্যাটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মরিয়া দুই দল, যেখানে টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ভারত। আজকের উদ্বোধনী ম্যাচটি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য উভয় দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ম্যাচের তথ্য:

প্রতিযোগিতা: ভারতের অস্ট্রেলিয়া সফর, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক (T20I) সিরিজ (১ম T20I)।

ম্যাচের তারিখ: ২৯ অক্টোবর, ২০২৫ (বুধবার)। ৬. কিক-অফ টাইম (বাংলাদেশ): দুপুর ২:১৫ মিনিট (ভারতীয় সময় ২:০০ PM)।

ভেন্যু: মানুকা ওভাল, ক্যানবেরা, অস্ট্রেলিয়া।

সিরিজ স্ট্যাটাস: সিরিজ আজ থেকে শুরু হচ্ছে।

বিস্তারিত আলোচনা (প্রিভিউ):

সম্ভাব্য একাদশ:

ভারত (India): শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা/ঋতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিংকু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর/কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, হর্ষিত রানা।

অস্ট্রেলিয়া (Australia): মিচেল মার্শ (অধিনায়ক), ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), ম্যাথু শর্ট, টিম ডেভিড, মার্কাস স্টয়নিস, জশ হ্যাজলউড, নাথান এলিস, জেভিয়ার বার্টলেট/অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক/বেন ডোয়ার্শুইস, ম্যাথু কুহেনম্যান।

খেলাটি দেখবেন যেভাবে:

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।

টিভিতে সম্প্রচার: এই সিরিজ সাধারণত ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়। বাংলাদেশেও সংশ্লিষ্ট স্পোর্টস চ্যানেলে দেখা যেতে পারে।

অনলাইন স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে খেলাটির লাইভ স্ট্রিমিং দেখা যেতে পারে।

এছাড়াও cricbuzz, live cricket score এর মাধ্যমে লাইভ স্কোর দেখতে পারেন।

ট্যাগ: cricbuzz live cricket score Manuka Oval Pitch Report T20 Match Prediction Mitchell Marsh T20 IND vs AUS Playing 11 Where to watch IND vs AUS IND vs AUS T20 Head to Head Australia T20 Squad ভারত অস্ট্রেলিয়া টি২০ সিরিজ ২০২৫ মানুকা ওভাল পিচ রিপোর্ট টি২০ ম্যাচের প্রেডিকশন মিচেল মার্শ টি২০ ভারত অস্ট্রেলিয়া একাদশ ভারত অস্ট্রেলিয়া দেখার উপায় ভারত অস্ট্রেলিয়া টি২০ হেড টু হেড ভারতের টি২০ স্কোয়াড India vs Australia 1st T20I IND vs AUS Live Score Today IND vs AUS Match Time IND vs AUS T20 Series 2025 Suryakumar Yadav Captain Jasprit Bumrah T20 Abhishek Sharma Batting India T20 Squad 2025 ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টি২০ ভারত অস্ট্রেলিয়া আজকের লাইভ স্কোর ভারত অস্ট্রেলিয়া খেলার সময় সূর্যকুমার যাদব অধিনায়ক জাসপ্রিত বুমরাহ টি২০ অভিষেক শর্মা ব্যাটিং অস্ট্রেলিয়া টি২০ স্কোয়াড india national cricket team vs australian men cricket team match scorecard india vs australia aus vs ind ind vs aus t20

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ