ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

ডাকসু নেতাদের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

২০২৫ অক্টোবর ৩০ ২০:৫৭:৫৮

ডাকসু নেতাদের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার বিকেলে ডাকসু ভবনে অনুষ্ঠিত এই সভায় উভয় পক্ষ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণা, মানবাধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় ডাকসুর পক্ষে উপস্থিত ছিলেন ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার, সমাজকল্যাণ সম্পাদক এবি জুবায়ের, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি এবং কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া, আনাস ইবনে মুনির, রায়হান উদ্দীন ও হেমা চাকমা।

ইইউ প্রতিনিধিদলে ছিলেন রাষ্ট্রদূত মাইকেল মিলার, ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্তিয়ান রিগার ব্রাউন এবং প্রেস উপদেষ্টা তৌহিদ ফিরোজ।

মতবিনিময়কালে উভয় পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন। এ সময় ইইউ ও ডাকসুর যৌথ উদ্যোগে ভবিষ্যতে বাস্তবায়নের লক্ষ্যে কয়েকটি কর্মসূচি প্রস্তাব করা হয়-

১️। ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি (Exchange Program) চালু করা।

২️। গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন, যা ইইউ-র অর্থায়নে ডাকসু ও যুব প্ল্যাটফর্মগুলোর সহযোগিতায় হবে।

৩️। যৌথ গবেষণা সহযোগিতা কর্মসূচি চালু এবং বিজ্ঞান ও সমাজভিত্তিক একটি ঢাবি-ইইউ ইনোভেশন সামিট আয়োজন।

এছাড়া আলোচনায় উঠে আসে জুলাই বিপ্লব-পরবর্তী রাজনীতিতে তরুণদের ভূমিকা, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচার এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি।

সভা শেষে ডাকসু ভবনে স্থাপিত জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। এর আগে তিনি পৌঁছালে ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত