ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২
ইসি সচিব
'১৬ নভেম্বর পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন, গণভোটের সিদ্ধান্ত সরকারের'
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী ও নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তাদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুবিধার্থে আগামী ১৬ নভেম্বর একটি বিশেষ অ্যাপ উদ্বোধন করা হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র মেরামত, ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরি, পার্বত্য এলাকায় হেলিপ্যাড নির্মাণ, সরকারি প্রচারযন্ত্রে ভোটের কার্যক্রম প্রচার, বিদেশি পর্যবেক্ষকদের ভিসা সহজীকরণ, ঋণ খেলাপিদের চিহ্নিতকরণ, বাহিনীর সাশ্রয়ী বাজেট, আচরণবিধি প্রতিপালনে নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োগ, পরীক্ষার সময়সূচিতে প্রভাব না পড়া, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং মেডিকেল টিম গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ইসি সচিব আরও জানান, ভুল তথ্য প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়ে সচেতনতামূলক প্রচারণা এবং ভুল তথ্য ও গুজব ছড়ানো প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। ভুল তথ্য শনাক্তের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকেও একটি সেল গঠন করা হবে।
সিভিল ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের বদলির বিষয়ে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
৮টি রাজনৈতিক দলের নভেম্বরে গণভোট আয়োজনের দাবির বিষয়ে ইসি সচিব বলেন, "আমরা তাদের বক্তব্য শুনেছি… আপনারা জানেন, পরশুদিন পত্রিকায় হেডলাইন ছিল—এ বিষয়ে সরকার সিদ্ধান্ত দেবে।" অর্থাৎ, গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারই নেবে।
রাজনৈতিক দলগুলোর প্রতিদিনের নির্বাচন কমিশনে আগমন কোনো চাপ সৃষ্টি করছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন, রাজনৈতিক দল এবং ভোটার—এই তিনটি মূল ধারা পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখবেই, এবং এটি কমিশনকে কোনো চাপের মধ্যে ফেলছে না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল