ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
গোপন বিমা পরিকল্পনায় ‘লাল কার্ড’ দেখাল আইডিআরএ
নিজস্ব প্রতিবেদক: অনুমোদন না নিয়ে কোনো বিমা পরিকল্প বা পণ্য চালু রাখা বা বাজারজাত করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। নিয়মনীতি ভঙ্গ করে এমন কাজ করলে সংশ্লিষ্ট বিমা কোম্পানি ও এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিমা আইন, ২০১০ অনুসারে এই ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি নন-লাইফ বিমা খাতে ‘সার্কুলার নং-নন-লাইফ ১০৭/২০২৫’ জারি করে এই নির্দেশনা দিয়েছে আইডিআরএ। 'বিমা পরিকল্প পরিচালনার ক্ষেত্রে অনুসরণীয় নির্দেশাবলি' শীর্ষক এই সার্কুলারটিতে স্বাক্ষর করেছেন আইডিআরএর নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মনিরা বেগম। এই সার্কুলারের মাধ্যমে নন-লাইফ বিমা খাতে পরিকল্প অনুমোদন এবং পরিচালনার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
আইডিআরএ-এর জারি করা সার্কুলারে বিমা পরিকল্প পরিচালনার ক্ষেত্রে দুটি প্রধান প্রতিপালনীয় বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে:
• ২০১০ পরবর্তী পরিকল্পের অনুমোদন বাধ্যতামূলক: সার্কুলারে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, ২০১০ সালের পর অনুমোদন ছাড়া চালু থাকা সব বিমা পরিকল্পের জন্য কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। তবে, ২০১০ সালের আগে অনুমোদন ছাড়া চালু থাকা বিমা পরিকল্পগুলোকে ‘ভূতাপেক্ষভাবে অনুমোদিত’ হিসেবে গণ্য করা হবে।
• পাইলটিং পর্যায়ের ক্ষেত্রে কড়াকড়ি: বিমা পরিকল্পের পাইলটিং (পরীক্ষামূলক) পর্যায়ে পরিচালনার ক্ষেত্রে ২০২৩ সালের ২৭ আগস্ট জারি করা জিএডি সার্কুলার নম্বর ১৫/২০২৩-এর নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
আইডিআরএ চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো বিমা কোম্পানি যদি উল্লিখিত নির্দেশনাগুলো মানতে ব্যর্থ হয়, তবে এর বিরুদ্ধে বিমা আইন, ২০১০-এর ১৩০ ধারা অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও, এই নিয়ম ভঙ্গের ক্ষেত্রে কোম্পানির কোনো কর্মকর্তা বা ব্যক্তি দায়ী প্রমাণিত হলে, সেই ব্যক্তির বিরুদ্ধেও একই আইনের ১৩৪ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মাধ্যমে আইডিআরএ স্পষ্ট করে দিল যে, বিমা আইন লঙ্ঘনের দায় শুধু কোম্পানির ওপরই নয়, বরং দায়ী ব্যক্তির ওপরও বর্তাবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল