ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

গ্রেফতারের চার মাস পর যা জানালেন নুসরাত

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৫:০৭:৫১

গ্রেফতারের চার মাস পর যা জানালেন নুসরাত

নিজস্ব প্রতিবেদক: ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন। পরে ভাটারা থানার জুলাইয়ে দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এই গ্রেফতারে শিল্পাঙ্গনের অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন।

গ্রেফতারের দুই দিন পর, ২০ মে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিন দেন। এরপর চার মাস কেটে গেছে। এই দীর্ঘ সময়ের পরই নুসরাত ফারিয়া হত্যা মামলায় জামিনের বিষয় ও গ্রেফতারের প্রভাব নিয়ে মুখ খুললেন।

নিউইয়র্ক ভিত্তিক বাংলা ভাষাভাষীদের মিডিয়া ‘ঠিকানা’-এর ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শোতে তিনি বলেন, “এরকম কিছু হবে কখনো আশা করিনি। দুঃস্বপ্নেও ভাবিনি। আমার জীবন সাধারণ—স্কিন কেয়ার, মেকআপ, ঘোরাফের, শপিং, পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে ভালো খাওয়াদাওয়া—এই ছোট ছোট জিনিসগুলিই আনন্দ দেয়। অথচ এই ঘটনায় জীবন একেবারেই জটিল হয়ে গেছে। ভাবতে ভাবতে হতাশা আসে।”

তিনি আরও যোগ করেন, “আমি মনে করি, এটাকেই বড় হওয়া বলা যায়। পরিস্থিতি মানুষকে মানসিকভাবে বড় করে। এই ঘটনার পর আমি অবশ্যই মানসিকভাবে অনেক বেড়ে গেছি। এটিই আমার প্রথম সাক্ষাৎকার; আগে কোথাও কথা বলিনি। এটি বলতে চাইনি নয়, বরং মানসিকভাবে প্রস্তুত ছিলাম না।”

নুসরাত ফারিয়া বলেন, “আমার সঙ্গে যা ঘটেছে, তা অন্য কারো সাথেও ঘটতে পারত। হয়তো হয়েও যাচ্ছে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমার কাজের মাধ্যমে দেশের মানুষের ভালোবাসা পেয়েছি। পরিবারের—বাবা-মা, ভাইবোনদের—ভালোবাসা ও দোয়ায় আমি কঠিন সময় পার করতে পেরেছি।”

জামিনের পর নুসরাত নিজ পরিচিত পরিবেশে ফিরে আসেন। তিনি বলেন, “গ্রেফতার হওয়ার ১০-১৫ দিনের মধ্যে আবার কাজ শুরু করেছি। তবে পুরো ঘটনা আমাকে শিখিয়েছে, কিছুই স্থায়ী নয়। জীবন অস্থায়ী এবং অনিশ্চিত। যেকোনো সময় কিছু ঘটতে পারে। এজন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। যদি তুমি সৎ হও, পৃথিবীর কোনো খারাপ শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না। বিপদের মুখোমুখি হলেও সৃষ্টিকর্তা নিজেই সাহায্য করবেন—এটাই আমার সবচেয়ে বড় শিক্ষা।”

সবশেষে অভিনেত্রী দর্শক, মিডিয়া এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার দর্শকরা একসাথে হয়ে আমার জন্য কথা বলেছেন। মিডিয়ার সহকর্মীরা, সাংবাদিক ভাই-বোনেরা, যাদের চিনি—সবাই আমার জন্য কথা বলেছেন, কেঁদেছেন। শিল্পী নুসরাত ফারিয়া হিসেবে এর চেয়ে বড় কোনো অর্জন সম্ভব নয়।”

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত