ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

সর্বোচ্চ ভোটে ডাকসু সদস্য তামান্না : তার সংগ্রাম ও স্বপ্ন

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৮:২২:৩৩

সর্বোচ্চ ভোটে ডাকসু সদস্য তামান্না : তার সংগ্রাম ও স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে ইতিহাস গড়েছেন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’–এর প্রার্থী সাবিকুন নাহার তামান্না।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর সিনেট ভবনে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। তিনি মোট ভোট পেয়েছেন ১০ হাজার ৮৪টি।

ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়া তামান্না বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নির্বাচন পূর্ববর্তী সময়েও আলোচনার কেন্দ্রে ছিলেন এই শিক্ষার্থী। প্রচারণার প্রথম দিনেই তার ছবি বিকৃত করে ভাঙচুর করা হয় নির্বাচনী বোর্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও সম্মানজনিত প্রশ্নে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

বিশ্ববিদ্যালয়ের নানা সংগঠন এই ঘটনাকে নারী বিদ্বেষের নিদর্শন হিসেবে উল্লেখ করে প্রতিবাদ কর্মসূচি পালন করে।

তবে সব বাধা পেরিয়ে তামান্নার এই জয় প্রমাণ করেছে, শিক্ষার্থীরা যোগ্য নেতৃত্বকেই বেছে নিতে চায়। বিশেষ করে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

ডাকসু নির্বাচন নিয়ে চলমান বিতর্ক ও উত্তেজনার মধ্যেই তার বিপুল ভোটে জয় নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত