ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
রাশিয়াকে সময় বেঁধে কড়া বার্তা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ড পুতিনকে আরও কড়া বার্তা দিলেন। নুতন বার্তায় ট্রাম্প বলেছেন, আগামী ৫০ দিনের মধ্যে যদি রাশিয়া শান্তিচুক্তিতে সম্মত না হয়, দেশটির ওপর ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে। একইসঙ্গে ইউক্রেনকে আরও উন্নত অস্ত্র সরবরাহেরও ঘোষণা দিয়েছেন।
সোমবার (১৪ জুলাই) ট্রাম্প হোয়াইট হাউসে ন্যাটোর নবনিযুক্ত মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক যৌথ বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
তিনি বলেন, ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান এখন সবচেয়ে জরুরি। যদি ৫০ দিনের মধ্যে কোনো চুক্তিতে না আসে, তাহলে রাশিয়া এবং তাদের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোকে ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফের মুখোমুখি হতে হবে। এভাবে আমরা রাশিয়ার অর্থনীতিকে চাপে ফেলতে যাচ্ছি।
যদি কোন দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখে তাহলে সেই দেশগুলোর পণ্যের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। এতে ভারত, চীন-সহ যেসব দেশ এখনো রুশ জ্বালানি বা অন্যান্য পণ্য কিনছে, তারাও এই কঠোর শাস্তির আওতায় পড়বে। ট্রাম্প সাফ জানিয়ে দেন, আমাদের লক্ষ্য রাশিয়ার যুদ্ধ তহবিলের মেরুদণ্ড ভেঙে দেওয়া।
তিনি আরও জানান, ন্যাটোর মাধ্যমে ইউক্রেনের কাছে পাঠানোর জন্য যুক্তরাষ্ট্র উন্নত সামরিক প্রযুক্তি তৈরি করছে। এর মধ্যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম-সহ এমন কিছু অস্ত্র রয়েছে, যা ইউক্রেন সরকার বহুদিন ধরেই জরুরি ভিত্তিতে চেয়ে আসছে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই হুঁশিয়ারি শুধু রাশিয়ার ওপর নয়, বরং যুদ্ধ-সম্পৃক্ত অর্থনৈতিক সম্পর্ক থাকা অন্যান্য দেশের ওপরও বড় ধরনের প্রভাব ফেলবে। ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কৌশল যে এখন আরও আগ্রাসী, সেটাই উঠে এসেছে তার এই বক্তব্যে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি