ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

রাশিয়াকে সময় বেঁধে কড়া বার্তা দিলেন ট্রাম্প

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ১৫ ১১:৪৮:৫২
রাশিয়াকে সময় বেঁধে কড়া বার্তা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ড পুতিনকে আরও কড়া বার্তা দিলেন। নুতন বার্তায় ট্রাম্প বলেছেন, আগামী ৫০ দিনের মধ্যে যদি রাশিয়া শান্তিচুক্তিতে সম্মত না হয়, দেশটির ওপর ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে। একইসঙ্গে ইউক্রেনকে আরও উন্নত অস্ত্র সরবরাহেরও ঘোষণা দিয়েছেন।

সোমবার (১৪ জুলাই) ট্রাম্প হোয়াইট হাউসে ন্যাটোর নবনিযুক্ত মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক যৌথ বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান এখন সবচেয়ে জরুরি। যদি ৫০ দিনের মধ্যে কোনো চুক্তিতে না আসে, তাহলে রাশিয়া এবং তাদের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোকে ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফের মুখোমুখি হতে হবে। এভাবে আমরা রাশিয়ার অর্থনীতিকে চাপে ফেলতে যাচ্ছি।

যদি কোন দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখে তাহলে সেই দেশগুলোর পণ্যের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। এতে ভারত, চীন-সহ যেসব দেশ এখনো রুশ জ্বালানি বা অন্যান্য পণ্য কিনছে, তারাও এই কঠোর শাস্তির আওতায় পড়বে। ট্রাম্প সাফ জানিয়ে দেন, আমাদের লক্ষ্য রাশিয়ার যুদ্ধ তহবিলের মেরুদণ্ড ভেঙে দেওয়া।

তিনি আরও জানান, ন্যাটোর মাধ্যমে ইউক্রেনের কাছে পাঠানোর জন্য যুক্তরাষ্ট্র উন্নত সামরিক প্রযুক্তি তৈরি করছে। এর মধ্যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম-সহ এমন কিছু অস্ত্র রয়েছে, যা ইউক্রেন সরকার বহুদিন ধরেই জরুরি ভিত্তিতে চেয়ে আসছে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই হুঁশিয়ারি শুধু রাশিয়ার ওপর নয়, বরং যুদ্ধ-সম্পৃক্ত অর্থনৈতিক সম্পর্ক থাকা অন্যান্য দেশের ওপরও বড় ধরনের প্রভাব ফেলবে। ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কৌশল যে এখন আরও আগ্রাসী, সেটাই উঠে এসেছে তার এই বক্তব্যে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত